কলকাতা, 1 ডিসেম্বর: করোনার কারণে গত দু'বছর বন্ধ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভা (convocation) । তাই 2019-2020 এবং 2020-2021 সালে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে যাঁরা সার্টিফিকেট নিতে পারেননি তাঁদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ওই অনুষ্ঠানের মাধ্যমে সেই সব প্রাক্তনীদের হাতে তুলে দেওয়া হবে সার্টিফিকেট ।
যদিও এই বছর বরাবরের মতই 24 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এই বার্ষিক সমাবর্তন সভা ৷ যেখানে এই বছরের স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র । পাশাপাশি এই বছরে বার্ষিক সমাবর্তন হলেও, হবে না বিশেষ বা সাম্মানিক সমাবর্তন (no special convocation) । এমনটা আগেই জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
করোনার আগে 2019 সালে শেষবারের মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হয়েছিল । তারপর দু'বছর ছেদ পরে তাতে । অধ্যাপকদের মধ্যে থেকে একজন বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন সভার সঙ্গে ছাত্রছাত্রীদের আবেগ জড়িত থাকে । ওই বিশেষ দিনে মঞ্চে উঠে দর্শকদের সামনে দারিয়ে আচার্য্যর হাত থেকে সংশাপত্র গ্রহণ করার মধ্যে একটা অন্য অনুভূতি কাজ করে । তাই সেই আবেগকেই প্রাধান্য দিয়ে আগামী বছর 3 জানুয়ারি আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটির ৷ এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ' দা ডিগ্রি আওয়ার্ডিং সেরিমনি' ।"
যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্টার স্নেহমঞ্জু বসু বলেন, "এই বিষয়টি জানিয়ে আমরা ইতিমধ্যেই নোটিশ প্রকাশ করেছি । যাদবপুরের ওই দুই শিক্ষাবর্ষের যেসব প্রাক্তনীরা এখনও সার্টিফিকেট নেননি বা পাননি তাঁদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে ।"
অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে:
- www.jadavpuruniversity.in
- www.jaduniv.edu.in
প্রসঙ্গত, 2019 সালে বার্ষিক সমাবর্তন হলেও ওই বছর সাম্মানিক সমাবর্তন নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ তার জেরে করা হয়নি স্পেশাল কনভোকেশন । স্পেশাল বা বিশেষ সমাবর্তনে বিশিষ্ঠ ব্যক্তিদের সাম্মানিক ডি লিট ও ডি এসসি ডিগ্রি দেওয়া হয় থাকে ।
নিয়মমাফিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকটি নাম চূড়ান্ত করার পর তা সইয়ের জন্য চ্যান্সেলর বা আচার্য্যর কাছে পাঠানো হয় । সেই বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন রাজ্যের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) । যে চারজন বিশিষ্ট ব্যক্তির নাম সাম্মানিক ডিগ্রির জন্য চূড়ান্ত করা হয় তাঁদের মধ্যে একজনের নাম নিয়ে আপত্তি তোলেন রাজ্যপাল । এই নিয়ে বিতর্কের সৃষ্টি হয় । তাই সেই বছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইচ্ছা থাকলেও করা যায়নি সাম্মানিক সমাবর্তন বলে জানা গিয়েছে ।
ওই বছর চারজনের নাম চূড়ান্ত করা হলেও তাঁদের হাতে তুলে দেওয়া যায়নি সার্টিফিকেট ৷ তাই এই বছরে সাম্মানিক ডিগ্রির জন্য নাম চূড়ান্ত করা হয়নি । 2019 সালে যে চারজনের নাম চূড়ান্ত করা হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন- কবি শঙ্খ ঘোষ, প্রাক্তন বিদেশসচিব সলমন হায়দার, আইএসআই-এর অধিকর্ত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় এবং বিজ্ঞানী সিএনআর রাও । তবে সলমন হায়দারকে ডিলিট দেওয়া নিয়েই আপত্তি তোলেন জগদীপ ধনকড় ।
আরও পড়ুন:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি বিভাগ চালুর আর্জি এখনও আটকে রাজ্য শিক্ষা দফতরেই
পাশাপাশি ওই সময় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি । তাই বার্ষিক সমাবর্তনে যেই পড়ুয়াদের ডিগ্রি নেওয়ার কথা ছিল তাঁরা জানায় রাজ্যপালের উপস্থিতিতে ডিগ্রি নিতে তাঁরা অনিচ্ছুক । তবুও তৎকালীন রাজ্যপাল সমাবর্তনে যোগ দিতে এলে তাঁকে বাধা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি ।