কলকাতা, 24 এপ্রিল : কোরোনা পরিস্থিতির মাঝে রাজ্যকে 3461.65 কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। তবে BJP শাসিত রাজ্যগুলির থেকে অনেকটাই কম অর্থ পেয়েছে পশ্চিমবঙ্গ । জানা গেছে, উত্তরপ্রদেশ সরকার পেয়েছে 8255.19 কোটি টাকা।
কোরোনা সংক্রমণের জেরে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে পরিষেবা সহ বিভিন্ন খাতের জন্য অর্থের প্রয়োজন বলেই বারবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কেন্দ্রের কাছে বকেয়া মিটিয়ে দেওয়ার আর্জিও একাধিকবার জানিয়েছেন তিনি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিয়ো কনফারেন্সে রাজ্যের বকেয়া মেটানোর কথাও তুলে ধরেছিলেন। সেই সময় অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির প্রতি সহমত জানিয়েছিলেন। এবার রাজ্যের প্রাপ্য 3461.65 কোটি টাকা মিটিয়ে দিল নরেন্দ্র মোদি সরকার।