কলকাতা, 17 নভেম্বর:তিন মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি (GST meeting) কাউন্সিলের বৈঠক ডাকেননি । এ বার এই ইস্যুতে নির্মলা সীতারমনকে (Nirmala Sitharaman) চিঠি (Amit Writes to Nirmala) লিখলেন মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)।
এই দিনের লেখা চিঠিতে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অভিযোগ করেছেন, জিএসটি বিধি অনুযায়ী তিন মাস অন্তর বৈঠক ডাকার সময়সীমা ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে । গত চার মাসে কাউন্সিলের একটি বৈঠকও ডাকা হয়নি । এর মধ্যে জিএসটির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর দুটি বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে । জিএসটি কাউন্সিলের বৈঠকে সেগুলি নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন । পাশাপাশি চিঠিতে অমিত মিত্র আরও অভিযোগ করেন, কর সংক্রান্ত অনেক জরুরি বিষয়ে জিএসটি কাউন্সিলকে এড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । যা সর্বসম্মতিক্রমে গৃহীত জিএসটি বিধির পরিপন্থী । আর সে কারণেই জরুরি বৈঠকের প্রয়োজন রয়েছে ।