পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amit Writes to Nirmala: সাড়ে চার মাস কেটে গেলেও জিএসটির বৈঠক ডাকেনি কেন্দ্র, নির্মলাকে চিঠি অমিতের - অমিত মিত্র

সাড়ে চার মাস কেটে গেলেও জিএসটির বৈঠক (GST meeting) এখনও ডাকেনি কেন্দ্রীয় সরকার ৷ সেই কারণে এ বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠি লিখলেন অমিত মিত্র (Amit Writes to Nirmala)৷

centre-has-not-called-gst-meeting-even-after-four-and-a-half-months-amit-mitra-writes-letter-to-nirmala-sitharaman
সাড়ে চার মাস কেটে গেলেও জিএসটির বৈঠক ডাকেনি কেন্দ্র, নির্মলাকে চিঠি অমিতের

By

Published : Nov 17, 2022, 4:56 PM IST

Updated : Nov 17, 2022, 6:31 PM IST

কলকাতা, 17 নভেম্বর:তিন মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি (GST meeting) কাউন্সিলের বৈঠক ডাকেননি । এ বার এই ইস্যুতে নির্মলা সীতারমনকে (Nirmala Sitharaman) চিঠি (Amit Writes to Nirmala) লিখলেন মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র (Amit Mitra)।

এই দিনের লেখা চিঠিতে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অভিযোগ করেছেন, জিএসটি বিধি অনুযায়ী তিন মাস অন্তর বৈঠক ডাকার সময়সীমা ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে । গত চার মাসে কাউন্সিলের একটি বৈঠকও ডাকা হয়নি । এর মধ্যে জিএসটির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রিগোষ্ঠীর দুটি বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে । জিএসটি কাউন্সিলের বৈঠকে সেগুলি নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন । পাশাপাশি চিঠিতে অমিত মিত্র আরও অভিযোগ করেন, কর সংক্রান্ত অনেক জরুরি বিষয়ে জিএসটি কাউন্সিলকে এড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে । যা সর্বসম্মতিক্রমে গৃহীত জিএসটি বিধির পরিপন্থী । আর সে কারণেই জরুরি বৈঠকের প্রয়োজন রয়েছে ।

নির্মলাকে চিঠি অমিতের

ওই চিঠিতে অমিত মিত্র লিখেছেন, প্রত্যেক রাজ্য জিএসটি সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে । যার ফলে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারও উপকৃত হচ্ছে । পশ্চিমবঙ্গ সরকার জিএসটি রিটার্ন খেলাপের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে । যার ফলে রিটার্ন দাখিল ও জিএসটি সংগ্রহ অনেকটাই বেড়েছে । চলতি অর্থ বছরের এপ্রিল থেকে অক্টোবর সময়কালে 93 শতাংশ রিটার্ন দাখিল হয়েছে । গত বছর এই সময় যেখানে রিটার্ন দাখিল হয়েছিল 70 শতাংশ ।

আরও পড়ুন:এবার কি পায়ে ধরতে হবে, একশো দিনের কাজের টাকা নিয়ে মোদিকে তোপ মমতার

প্রসঙ্গত, নিয়ম হল, প্রতি তিনমাস অন্তর জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকবেন কেন্দ্রের অর্থমন্ত্রী । সেখানে রাজ্যগুলি ওই বৈঠকে তাদের বক্তব্য জানাতে পারে । এ ক্ষেত্রে অমিত মিত্রর অভিযোগ, সাড়ে চার মাস পরও কাউন্সিলের পরবর্তী বৈঠক ডাকা হয়নি । বিলম্বের কারণ নিয়েও কেন্দ্রের অর্থমন্ত্রক এবং অর্থমন্ত্রীর অফিস চুপ করে আছে ।

Last Updated : Nov 17, 2022, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details