কলকাতা, 3 মে : ফের রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল । কলকাতায় এসে 4 মে'র পর শহরের লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখবে তারা । জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট তৈরি করা হবে । যা জমা দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ।
তৃতীয় দফার লকডাউনের মাঝেই ফের রাজ্যে কেন্দ্রীয় দল - coronavirus
আবারও কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতায় আসছে বলে খবর । তৃতীয় দফার লকডাউন চলার মাঝেই হাজির হয়ে যাবে তারা ।
কয়েকদিন আগেই রাজ্যে পরিদর্শনে এসেছিল দু'টি কেন্দ্রীয় প্রতিনিধি দল । একটি দল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে । অন্য দলটি উত্তরবঙ্গে যায় । সেখানে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখে তারা । কেন্দ্রীয় দলের আসার পরই শুরু হয় কেন্দ্র-রাজ্য সংঘাত । এই সংঘাতে জড়িয়ে পড়েন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহাও বলেছিলেন, উদ্দেশ্যহীনভাবে এই রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল ।
আবারও কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতায় আসছে বলেই খবর । তবে শুধু কলকাতা নয় । তৃতীয় দফায় লকডাউন চলার মাঝেই হাজির হয়ে যাবে প্রতিনিধি দল । পরবর্তী পর্যায়ের লকডাউন-সহ সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাবে তারা ।