কলকাতা, 29 জানুয়ারি:বিগত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে ছিল মিড ডে মিলের মান নিয়ে একাধিক অভিযোগ । বিগত কয়েকদিন বারবার বিভিন্ন জায়গায় মিড ডে মিলের খাবারে কখনও টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে, অভিযোগ উঠেছে আরশোলা ও সাপ পাওয়ারও । অবশেষে এই নিয়ে অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল (Central Team to Inspect Mid-day Meal)।
সোমবার থেকে 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় দল ঘুরবে জেলায় জেলায়: আজই রাজ্যে এসে পৌঁছনোর কথা কেন্দ্রীয় দলের (Central team come to Bengal)। বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সমীক্ষা চালাবে তারা । আগামিকাল থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলায় ঘুরে মিড ডে মিলে দেওয়া খাবারের মান নিয়ে তদন্ত করবেন এই কেন্দ্রীয় দলের সদস্যরা । আজ পাঁচটা চল্লিশে কলকাতা বিমানবন্দরের নামার পর সোমবার থেকেই বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াবেন তাঁরা ।
মিড ডে মিলের টাকা খরচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর: বিগত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে মিড ডে মিল নিয়ে চর্চা চলছে । শুরু হয়েছে বিতর্ক । বিজেপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রী পোষণ যোজনায় পাঠানো টাকা রাজ্য সরকার সঠিকভাবে ব্যবহার করছে না । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, মিড ডে মিলের টাকা অন্যত্র ব্যবহার করছে রাজ্য সরকার । এই টাকা দিয়ে রাজ্য সরকার বগটুইকাণ্ডে ক্ষতিপূরণ দিয়েছে বলেও গুরুতর অভিযোগ এনেছেন তিনি । এরপরই বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয় ।
যৌথ তদন্ত করবে কেন্দ্র ও রাজ্য দল: এরই মধ্যে আগামিকাল কেন্দ্রীয় প্রতিনিধি দল এবং রাজ্যের আধিকারিকদের যৌথ টিম মিড ডে মিলের অর্থের ব্যবহার নিয়ে তদন্ত করবে । যতদূর জানা যাচ্ছে, এই যৌথ টিমে থাকবেন উত্তরাখণ্ডের একটি বিশ্ববিদ্যালয়ের নিউট্রেশন বিভাগের অধ্যাপক । তাঁর সঙ্গে ইউনিসেফের সদস্যরাও থাকছেন । সোমবারই এই দলের রাজ্যে পৌঁছনোর কথা ছিল কিন্তু পূর্বনির্ধারিত সূচির আগেই তারা রাজ্যে পৌঁছে গিয়েছে ।
আরও পড়ুন:'বগটুইয়ে ক্ষতিপূরণ দিয়ে কি অপরাধ করেছে রাজ্য ?' শুভেন্দুকে পালটা চাপ অভিষেকের
যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখা হবে: প্রথমেই তারা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে একটা বৈঠক করবে । এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, এই প্রতিনিধি দল যেমন পুষ্টিকর খাবার প্রদান করা হচ্ছে কি না তা দেখবে, একইসঙ্গে কোন পরিকাঠামোর মধ্যে খাবার রাখা হচ্ছে, অথবা যে পাত্রে রান্নাবান্না হচ্ছে তার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও লক্ষ্য রাখবে । একইসঙ্গে যাঁরা এই মিড ডে মিল রান্নার কাজ করেন, তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিংক করা আছে কি না, সেটাও জানার চেষ্টা করবে এই যৌথ দল ।
কেন্দ্রকে রিপোর্ট দেবে কেন্দ্রীয় প্রতিনিধি দল: মিড ডে মিলের মান খতিয়ে দেখা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দলের আগমনে রাজ্য রাজনীতি উত্তাল । তাতে বাড়তি আগ্রহ যোগ করেছে শুভেন্দু অধিকারীর অভিযোগ । এখন দেখার কেন্দ্রীয় এই প্রতিনিধি দল রাজ্যে ঘুরে গিয়ে কেন্দ্রীয় সরকারকে কী রিপোর্ট দেয় । এর উপর ভিত্তি করেই রাজ্যে আগামী দিনে মিড ডে মিলের ভাগ্য নির্ধারিত হবে ।