পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজেশ-তাপসের মৃত্যুর বিচার চেয়ে লড়াই চালিয়ে যাব : দেবশ্রী

দাড়িভিটে ইশুতে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি । স্কুলের শিক্ষক নিয়োগ ইশুতে আন্দোলন করতে গিয়ে সেদিন দুই স্কুলছাত্র রাজেশ ও তাপস খুন হয়েছিল । সেই দুজনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি ।

দেবশ্রী চৌধুরি

By

Published : Jun 1, 2019, 4:31 PM IST

Updated : Jun 1, 2019, 8:02 PM IST

কলকাতা, 1 জুন : দাড়িভিটে যে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছিল সেই রাজেশ সরকার ও তাপস বর্মণকে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরি । গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেবশ্রী চৌধুরী । তারপর আজ প্রথম সাংবাদিক বৈঠক করেন তিনি । তিনি বলেন, "যতদিন রাজেশ-তাপসের মৃত্যুর বিচার না হবে ততদিন আমি লড়াই চালিয়ে যাব ।"

তিনি আরও বলেন, "সারা দেশ জুড়েই কাজ করতে চাই । নারী পাচারে আমাদের রাজ্য দেশে প্রথম । এরাজ্য থেকে শিশু পাচারও হয় । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা । তাই পশ্চিমবঙ্গের মানুষ ভেবেছিলেন রাজ্যের মহিলাদের জন্য তিনি বিশেষ ব্যবস্থা করবেন । কিন্তু তার কিছুই হয়নি । এই রাজ্যে নারীপাচার রুখতে কেন্দ্রীয় সরকার অনেক কাজ করবে । আমরা কেন্দ্রীয় সরকারকে এবিষয়ে সবরকম সাহায্য করব । পাশাপাশি শিশুকল্যাণ মূলক কাজও করতে চাই ।"

Last Updated : Jun 1, 2019, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details