পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal BJP MLA : 61 বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে, নবান্নকে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের - state administration

নির্বাচন পরবর্তী সময়ে রাজ্যের 61 বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ কেন্দ্র মনে করছে এখন আর এই বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজন নেই ৷

West Bengal Bjp Mla
রাজ্যের 61 বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি নবান্নকে

By

Published : Sep 9, 2021, 1:02 PM IST

Updated : Sep 9, 2021, 1:50 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : নির্বাচন পরবর্তী সময়ে বিজেপি বিধায়কদের নিরাপত্তার কথা ভেবে সমস্ত বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । মাত্র চার মাসের মধ্যেই সেই নিরাপত্তার অভাব এখন আর রয়েছে বলে মনে করছে না কেন্দ্রীয় সরকার। আর তাই ভোট মেটার মাত্র চার মাসের মধ্যেই রাজ্যের 61 জন বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে নিতে চলেছে কেন্দ্র । তবে এই চিঠির নির্দেশ অনুযায়ী, এবার রাজ্যকে ওই 61 জন বিজেপি বিধায়কের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ।

এই মুহূর্তে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 10 জন এখনও কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে থাকেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির উপর হিংসাত্মক আচরণ করা হচ্ছে, এমন অভিযোগ করে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেন বিধানসভার বিজেপি প্রার্থীরা। সেইমতো, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সকল বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয় । তবে ভোট মেটার পর শুধু জয়ী বিধায়কদেরই এই নিরাপত্তার আওতায় রাখা হয়। তবে এবার কেন্দ্র বাংলার ওই 71 জন বিজেপি বিধায়কের মধ্যে 61 জন বিধায়কের নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, বর্তমানে দেশের পাঁচ রাজ্যে সামনেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । কেন্দ্রের মতে, এখন সেই রাজ্যগুলিতে নিরাপত্তার প্রয়োজন বেশি রয়েছে । সেইকারণেই রাজ্যের 61 জন বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।

আরও পড়ুন: ভবানীপুরের ভোট মিটলেই 4 অক্টোবর আরও একটি উপ-নির্বাচন রাজ্যে

কেন্দ্রীয় সরকার আরও মনে করছে রাজ্যে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকের দিকে । সিবিআই ও সিট হিংসার তদন্তে নামায় হিংসাত্মক ঘটনা ঘটছে না বললেই চলে। সেইজন্যই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। নিয়ম অনুযায়ী, এই সংক্রান্ত চিঠি নবান্নে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক । তবে কেন্দ্রীয় সরকার বাংলার এই 61 জন বিধায়কের নিরাপত্তা প্রত্যাহারের পাশাপাশি রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়েছে তাঁদের নিরাপত্তার বিষয়ে নজর দিতে । চিঠিতে বলা হয়েছে, আশা করা হচ্ছে রাজ্য সরকার এবার এই বিজেপি বিধায়কদের নিরাপত্তার ব্যবস্থা করবে ।

Last Updated : Sep 9, 2021, 1:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details