কলকাতা, 9 সেপ্টেম্বর : নির্বাচন পরবর্তী সময়ে বিজেপি বিধায়কদের নিরাপত্তার কথা ভেবে সমস্ত বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । মাত্র চার মাসের মধ্যেই সেই নিরাপত্তার অভাব এখন আর রয়েছে বলে মনে করছে না কেন্দ্রীয় সরকার। আর তাই ভোট মেটার মাত্র চার মাসের মধ্যেই রাজ্যের 61 জন বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা ফিরিয়ে নিতে চলেছে কেন্দ্র । তবে এই চিঠির নির্দেশ অনুযায়ী, এবার রাজ্যকে ওই 61 জন বিজেপি বিধায়কের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ।
এই মুহূর্তে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 10 জন এখনও কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে থাকেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বাংলায় বিজেপির উপর হিংসাত্মক আচরণ করা হচ্ছে, এমন অভিযোগ করে কেন্দ্রীয় নিরাপত্তার দাবি করেন বিধানসভার বিজেপি প্রার্থীরা। সেইমতো, স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সকল বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করা হয় । তবে ভোট মেটার পর শুধু জয়ী বিধায়কদেরই এই নিরাপত্তার আওতায় রাখা হয়। তবে এবার কেন্দ্র বাংলার ওই 71 জন বিজেপি বিধায়কের মধ্যে 61 জন বিধায়কের নিরাপত্তা ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে, বর্তমানে দেশের পাঁচ রাজ্যে সামনেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । কেন্দ্রের মতে, এখন সেই রাজ্যগুলিতে নিরাপত্তার প্রয়োজন বেশি রয়েছে । সেইকারণেই রাজ্যের 61 জন বিজেপি বিধায়কের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।