কলকাতা, 8 নভেম্বর: দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারের থেকে কর বাবদ বকেয়া টাকা পেল রাজ্য ৷ বকেয়া 5 হাজার 488 কোটি টাকা রাজ্যকে দিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে 7 নভেম্বর, মঙ্গলবার এই অর্থ রাজ্যের কাছে এসেছে ৷ তবে এই অর্থ জিএসটির বকেয়া কি না, তা স্পষ্ট করে জানা যায়নি ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জিএসটির বকেয়া টাকা নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে করের যে অর্থ নিয়ে যায়, তা রাজ্যকে দেয় না ৷ তিনি ক্ষোভ প্রকাশ করে এও বলেন, "এই মুহূর্তে সারা দেশে একটিই ট্যাক্স জিএসটি ৷ সব টাকাটাই কেন্দ্র নিয়ে যায় ৷ এক্ষেত্রে রাজ্যকে তার বকেয়া এবং প্রাপ্য টাকা দিচ্ছে না ৷"
তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী দীপাবলির এক সপ্তাহ আগে 27টি রাজ্যকে কর বাবদ বকেয়া অর্থ দিল কেন্দ্রের বিজেপি সরকার ৷ এই খাতে সব মিলিয়ে মোট 72 হাজার 961 কোটি টাকা বিভিন্ন রাজ্যগুলিকে দিয়েছে ৷ 27টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে উত্তরপ্রদেশ ৷ যোগীরাজ্যের প্রাপ্য অর্থের পরিমাণ 13 হাজার 88 কোটি টাকা ৷ এরপর বিহার ৷ তারা পেয়েছে 7 হাজার 338 কোটি টাকা। সেখানেই বাংলা পেল 5 হাজার 488 কোটি টাকা ৷