কলকাতা, 8 জুলাই: শিক্ষার পর এবার স্বাস্থ্যক্ষেত্রেও লাগু হতে চলেছে জিএসটি (GST in Health Sector)। বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হলে এবার দিতে হবে 18% জিএসটি। কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম অনুযায়ী, আইসিইউ বাদে হাসাপাতালের বেড ভাড়া দৈনিক 5 হাজার টাকার বেশি হলে 5 শতাংশ হারে জিএসটি দিতে হবে । হাসপাতালে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বসালে দিতে হবে 12 শতাংশ জিএসটি । সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
এদিকে, আইসিইউ বাদে 5 হাজার টাকার বেশি বেডের উপরে 5% জিএসটি । পাশাপাশি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বসালে এবার থেকে 12% জিএসটি ! প্ল্যান্টের জিএসটি-র বোঝাও রোগীর উপরে চাপার আশঙ্কা । স্বাস্থ্য বিমায় কোথাও 50%, কোথাও তারও বেশি বাড়ল প্রিমিয়াম ।
স্বাস্থ্য ক্ষেত্রে জিএসটির ভাবনা কেন্দ্রের আরও পড়ুন :Doctors Rath Yatra: মানুষের স্বার্থে অভিনব রথ, প্রসাদের পরিবর্তে মিলছে চিকিৎসা পরিষেবা
এই বিষয়ে ধিক্কার জানিয়েছে, মেডিক্যাল সার্ভিস সেন্টার । পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার ডা: বিপ্লব চন্দ্র জানান, "কেন্দ্রীয় সরকার এভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর ক্রমাগত দাম বাড়িয়ে চলেছে । স্বাস্থ্য ক্ষেত্রে জিএসটি বসানোর ফলে শুধুমাত্র কর্তৃপক্ষকেই অর্থ দিতে হবে তা নয়, রোগীদের পরিবার থেকেও বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হবে । সাধারণ মানুষ সরকারি হাসপাতালে যে পরিষেবা পায় না, সেই পরিষেবা নিতে বেসরকারি হাসপাতালে যায় । সাধারণ মানুষ চিকিৎসা থেকে অনেকটাই দূরে চলে যেতে বাধ্য হবে । একজন চিকিৎসক হিসেবে এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছি ।"