পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee : মমতার রোম যাত্রার অনুমতি দিল না কেন্দ্র, চিঠি নবান্নকে - নবান্ন

রাজনৈতিক মহলের একাংশ বলছে, বিশ্বের প্রভাবশালী নেতাদের তালিকায় জায়গা করে নিয়ে আগেই নরেন্দ্র মোদির পাশাপাশি বিশ্ববাসীর নজরে উঠে এসেছেন মমতা । এবার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে রোমে বিশ্ব শান্তি বৈঠকে যোগ দিলে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে । তাই সরাসরি সংঘাতের পথে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের জন্য অনুমতি দিল না নরেন্দ্র মোদি সরকার ।

মমতা
মমতা

By

Published : Sep 25, 2021, 4:49 PM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : ইতালিতে বিশ্ব শান্তি বৈঠকে যোগ দিতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ কিন্তু, মমতাকে রোম যাত্রার অনুমতি দিল না বিদেশমন্ত্রক ৷ এই নিয়ে নবান্নে কেন্দ্রের চিঠি এসে পৌঁছেছে ৷ অনুমতি না দেওয়া নিয়ে চিঠিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হিসাবে এই সফর ‘সঙ্গতিপূর্ণ নয়৷’

অক্টোবরের 6 এবং 7 তারিখে রোমে ওই কর্মসূচি হওয়ার কথা ছিল । ইতালির একটি বেসরকারি সংগঠন ওই কর্মসূচির উদ্যোক্তা । তারা জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, পোপ এবং ইতালির শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে । তাঁদের সঙ্গেই আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলা মুখ্যমন্ত্রী মমতাকেও । মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন । সেই সময় তাঁর সফরসূচিও চূড়ান্তও করা হয়ে গিয়েছিল । ঠিক ছিল, ভবানীপুরের উপনির্বাচনের পর তিনি রোম সফরে যাবেন । সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন মমতা । তখনই আচমকা এই চিঠি ।

বিশ্ব শান্তি বৈঠকের উদ্যোক্তারা আমন্ত্রণের চিঠিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন । তাঁরা লিখেছিলেন, গত 10 বছর ধরে রাজ্যের উন্নয়ন, সামাজিক ন্যায় এবং শান্তিবজায় রাখার ক্ষেত্রে আপনার অবদান অসামান্য । সমাজের পিছিয়ে পড়া, দুর্বলতম অংশের জন্য আপনার কাজ কমিউনিটি অফ সন্ত এগিডিও-র নজরে এসেছে । হৃদয় ছুঁয়ে গিয়েছে । আর সে কারণেই এই আমন্ত্রণে সাড়া দিয়ে রুমে উপস্থিত থাকতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী । তিনি মনে করেছিলেন, এই ঘটনা রাজ্যের জন্যও গর্বের । ঠিক এই অবস্থায় শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীকে রোম যাত্রার অনুমতি না দিয়ে চিঠি এল নবান্নে ।

আরও পড়ুন,Mamata Song : মমতা-স্তুতি , মানিকে মাগে হিথের বাংলা ভার্সন 'মা-মাটি-মানুষের হিতে'

উল্লেখ্য, যখনই কোনও মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যান, যেহেতু তিনি তখন একটি দেশের প্রতিনিধি, তাই সেখানে বিদেশমন্ত্রকের তরফে একটি ‘ওকে’ চিঠি প্রয়োজন হয় । শুধু মুখ্যমন্ত্রী নন, কোনও সাংসদ, কোনও বিধায়ক গেলেও এই ‘ওকে’ চিঠি প্রয়োজন । এটা একেবারেই ‘বেসিক প্রোটোকল’-এর মধ্যে পড়ে । যদিও তা সব ক্ষেত্রে মানা হয় তেমনটাও নয় বলেই দাবি সূত্রের ।

তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফর ঘিরে এই নিয়ম মানা হচ্ছে । নবান্ন সূত্রে খবর, বিদেশ মন্ত্রকের তরফে একটি সংক্ষিপ্ত চিঠি পাঠানো হয়েছে নবান্নে । সেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর এই রোম সফরের দরকার নেই । এই সফর মুখ্যমন্ত্রী পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় । এর বেশি কোনও ব্যাখ্যা সেখানে নেই । বিদেশমন্ত্রকের এই ছোট্ট নোট থেকেই স্পষ্ট, মমতার এই সফরে সম্মতি নেই কেন্দ্রের ।

আরও পড়ুন,West Bengal Farmers : মমতার আমলে চাষিদের আয় বাড়লেও কৃষি নির্ভরতা কমেছে

মমতার রোম সফরে বিদেশমন্ত্রকের আপত্তির বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতেই দেখছে রাজ্যের শাসকদল । এর আগে মুখ্যমন্ত্রীর চিন সফর, শিকাগো সফরও বাতিল হয়েছিল । বিদেশমন্ত্রক কোনও না কোনও যুক্তি দেখিয়ে সফরে অনুমোদন দেয়নি । এবারও তেমনই হল ।

এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "হিংসুটে একটা রাজনৈতিক দল হল বিজেপি । সেই সমস্ত লোকেরা এখন সরকার চালাচ্ছে । ফলে যা হওয়ার হচ্ছে । কেন্দ্রের সরকারে যারা রয়েছে প্রত্যেকে পরশ্রীকাতর । প্রতিহিংসা পরায়ণ এরা । ভাবা যায় না, একটা আন্তর্জাতিক মঞ্চে শান্তির বার্তা স্থাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে ওদের এত জ্বালা ধরে, সেটাতেও নিষেধাজ্ঞা জারি করতে হয় । আসলে সারা ভারতের বুকে বিজেপি যে অশান্তির বাতাবরণ তৈরি করেছে, তারা শান্তির কী বুঝবে । ওরা ডাক পায় না । তাই এই সব করে । তবে এ ভাবে নিষেধাজ্ঞা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না । উনি অপ্রতিরোধ্য রাজনৈতিক নেত্রী । আগামিদিনে ওরা সেটা বুঝতে পারবে ।"

ABOUT THE AUTHOR

...view details