ভোটের ফল ঘোষণার পরও 10 দিন বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী কলকাতা, 6 জুলাই: ভোটের 2 দিন আগেও বাংলায় রাজনৈতিক হিংসা অব্যাহত । এই পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসার আশঙ্কাও থেকে যাচ্ছে বলে মত হাইকোর্টের। সব দিক বিচার করে ভোট ফলাফলের পর আগামী 10 দিন কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
ভোট শুরু হওয়ার আগে বারবার রক্তাক্ত হয়েছে বাংলা। একাধিক মৃত্যু, জখমের তালিকা ক্রমশ বেড়ে চলেছে। ভোট-ফলাফলের পর পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা প্রকাশ করে আদালতে যায় বিরোধী দল। সেই আশঙ্কাতেই সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট ৷ এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রককে উপযুক্ত বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷
বিজেপি-র তরফে আইনজীবী গুরুকৃষ্ণ কুমার আবেদনে বলেন, "নির্বাচনের ফলাফল পরও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক। কারণ, 2021 বিধানসভা নির্বাচনের পর ব্যাপক সন্ত্রাসের সাক্ষী ছিল রাজ্য।" পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা ঘিরে যখন একাধিক প্রশ্ন উঠছে, তখন আদালতের নির্দেশেই রাজ্য নির্বাচন কমিশন জানায়, প্রত্যেক জেলায় কেন্দ্রীয় বাহিনীর কন্ট্রোল রুম থাকবে।
কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতে জানান, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পোলিং স্টেশনে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে ৷ কারণ রাজ্যে মোট 44 হাজারের বেশি বুথ রয়েছে ৷ এখনও পর্যন্ত কেন্দ্র 65 হাজার জওয়ান পাঠিয়েছে। অন্যদিকে, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, কমিশন, আইজি, বিএসএফ এবং রাজ্যে নিযুক্ত নোডাল অফিসার বাহিনী বন্টনের বিষয়টি দেখবে ৷ যাতে করে ভোটে নিরপেক্ষতা পুরোপুরি বজায় থাকে।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে গণতন্ত্র হত্যার দায়িত্ব কি নেবেন, মিস্টার এসইসি রাজীবাকে প্রশ্ন রাজ্যপালের
পঞ্চায়েত ভোটের প্রায় 48 ঘণ্টা বাকি। প্রচারের শেষ দিনেও রাজ্যে হিংসার ঘটনা ঘটে চলেছে। মৃত্যুও হয়েছে রাজনৈতিক কর্মীর। এই হিংসা বহাল থাকতেই পারে ভোট পরবর্তী বাংলায় বলে দাবি বিজেপি-র। আদালতের নির্দেশ, পঞ্চায়েত ভোটের ফলাফল অর্থাৎ 11 জুলাইয়ের 10 দিন পর্যন্ত বহাল থাকবে কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটকে সামনে রেখেই রাজ্য নির্বাচন কমিশনকে ফের বার্তা আদালতের।