কলকাতা, 9 জুলাই:পুনর্নির্বাচনে আর হিংসা, রক্তপাত চাইছে না রাজ্য নির্বাচন কমিশন ৷ এবার তাই একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট করাতে চাইছে তারা ৷ রাজ্যর কত বুথে এবং কোন কোন জায়গায় পুনর্নির্বাচন হবে তা রবিবার রাতে স্পষ্ট করল রাজ্য নির্বাচন কমিশন ৷ এদিন রাতে কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় সব জেলা মিলিয়ে 696টি বুথে সোমবার হবে পুনর্নির্বাচন ৷ এর মধ্যে মুর্শিদাবাদে সর্বাধিক 175টি বুথে হবে পুনরায় ভোটগ্রহণ ৷
একাধিক জায়গায় যে রি-পোল হবে তা নিয়ে কোনও সন্দেহ ছিল না ৷ একই সঙ্গে, কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামিকাল অর্থাৎ সোমবার পুনর্নির্বাচন প্রক্রিয়া যেখানে চলবে সেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট হবে। এদিন, রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে গতকাল অর্থাৎ সোমবার ভোটের দিন বিকেল পাঁচটার সময় পঞ্চায়েত নির্বাচন সরকারিভাবে শেষ হলেও, নির্দিষ্ট সময়ের পরও একাধিক বুথে বেশ কিছুক্ষণ চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া। কারণ, যাদের হাতে স্লিপ থাকে এবং যারা স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন তারা ভোট গ্রহণে অংশ নিতে পারেন ৷ আর সে কারণেই কমিশনের দাবি, শনিবার বেশ কিছু বুথে রাত 10টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ পর্ব ৷