পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Repolls: সোমবার ছ'শোরও বেশি বুথে পুনর্নির্বাচন, প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী: কমিশন - রক্তপাত চাইছে না রাজ্য নির্বাচন কমিশন

রাজ্যর কত বুথে এবং কোন কোন জায়গায় পুনর্নির্বাচন হবে তা রবিবার সন্ধ্যায় প্রাথমিক তালিকা দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন ৷ প্রায় সাতশো বুথে সোমবার পুনরায় ভোটগ্রহণ হবে ৷

Etv Bharat
প্রতি বুথে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী

By

Published : Jul 9, 2023, 7:58 PM IST

Updated : Jul 10, 2023, 6:30 AM IST

কলকাতা, 9 জুলাই:পুনর্নির্বাচনে আর হিংসা, রক্তপাত চাইছে না রাজ্য নির্বাচন কমিশন ৷ এবার তাই একশো শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট করাতে চাইছে তারা ৷ রাজ্যর কত বুথে এবং কোন কোন জায়গায় পুনর্নির্বাচন হবে তা রবিবার রাতে স্পষ্ট করল রাজ্য নির্বাচন কমিশন ৷ এদিন রাতে কমিশনের তরফে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় সব জেলা মিলিয়ে 696টি বুথে সোমবার হবে পুনর্নির্বাচন ৷ এর মধ্যে মুর্শিদাবাদে সর্বাধিক 175টি বুথে হবে পুনরায় ভোটগ্রহণ ৷

একাধিক জায়গায় যে রি-পোল হবে তা নিয়ে কোনও সন্দেহ ছিল না ৷ একই সঙ্গে, কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগামিকাল অর্থাৎ সোমবার পুনর্নির্বাচন প্রক্রিয়া যেখানে চলবে সেখানে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই ভোট হবে। এদিন, রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে গতকাল অর্থাৎ সোমবার ভোটের দিন বিকেল পাঁচটার সময় পঞ্চায়েত নির্বাচন সরকারিভাবে শেষ হলেও, নির্দিষ্ট সময়ের পরও একাধিক বুথে বেশ কিছুক্ষণ চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া। কারণ, যাদের হাতে স্লিপ থাকে এবং যারা স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন তারা ভোট গ্রহণে অংশ নিতে পারেন ৷ আর সে কারণেই কমিশনের দাবি, শনিবার বেশ কিছু বুথে রাত 10টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ পর্ব ৷

আরও পড়ুন:বাহিনীকে অন্ধকারে রাখা হয়েছিল, দেওয়া হয়নি স্পর্শকাতর বুথের তালিকা; অভিযোগ বিএসএফের

এদিন রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে মোট ভোটের হার 80.71 শতাংশ। একাধিক জেলা থেকে রিটার্নিং অফিসারের রিপোর্ট এসে পৌঁছয় কমিশনের দফতরে। সেই সব রিপোর্ট দেখেই নিয়ে পুনর্নির্বাচননিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিশন ৷ নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গোলমালের খবর এসে পৌঁছেছে। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে। এই পরিস্থিতিতে পুনর্নির্বাচনের দাবি তুলছিল বিরোধীরা । এরপরই সমস্ত দিক খতিয়ে দেখে কমিশন। সিদ্ধান্ত হয় 696টি বুথেপুনর্নির্বাচনহবে ।

Last Updated : Jul 10, 2023, 6:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details