কলকাতা, 6 এপ্রিল: হনুমান জয়ন্তী উপলক্ষে নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই মধ্য কলকাতার পোস্তা থানায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । লালবাজার সূত্রে খবর, শুধুমাত্র কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে । লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, যে রাস্তাগুলি দিয়ে মিছিল বেরোবে তা হল, বিবেকানন্দ রোড, বিধান সরণি ও কলেজ স্ট্রিট ৷
আমহার্স্ট স্ট্রিট থেকে মিছিল বের হয় দুপুর একটায় ৷ দুপুর দুটোয় শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে এজেসি বোস রোড, মৌলালি, এসএন ব্যানার্জি রোড দিয়ে যাবে মিছিল ৷ আর বিকেল চারটে নাগাদ একটি মিছিল শুরু হবে কলেজ স্ট্রিট থেকে ৷ বিকেল চারটেয় আর একটি মিছিল শুরু হবে উত্তর কলকাতার নিমতলা ঘাট স্ট্রিট থেকে ৷ এরপর মহর্ষি দেবেন্দ্রনাথ রোড, জোড়াবাগান স্ট্রিট, যদুলাল মল্লিক রোড, কলাকার স্ট্রিট, কটন স্ট্রিট, নলিনী শেঠ রোড, শ্রী হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট, লোয়ার চিৎপুর রোড, রবীন্দ্র সরণি হয়ে নিমতলা ঘাট স্ট্রিটে শেষ হবে মিছিল ৷
বিকেল চারটেয় আর একটি মিছিল শুরু হবে মুদিয়ালি বাজার থেকে ৷ সেই মিছিল মুদিয়ালি পঞ্চাননতলা, মুদিয়ালি হরিসভা, মুদিয়ালি স্কুল, পিপি রোড হয়ে যাবে ফতেপুর ৷ আরও একটি মিছিল বিকেল চারটেয় সিজিআর রোড থেকে শুরু হয়ে নিমক মহল রোড দিয়ে যাবে ৷ বিকেল পাঁচটা নাগাদ রাজীব আলি শাহ রোড থেকে একটি মিছিল শুরু হয়ে শিবপ্রসাদ রোড, ক্যানাল জজ ঘাট রোড হয়ে শেষ হবে দইঘাটে ।
হনুমান জয়ন্তী উপলক্ষে কলকাতায় মোতায়েন করা হয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । শহরের একাধিক ডিভিশনে টহলদারি চলছে বাহিনীর ।
পোস্তা থানা এলাকায় স্ট্র্যান্ড রোড ও সংলগ্ন এলাকা, চারু মার্কেট থানা এলাকায় প্রিন্স আনোয়ার শাহ রোড, হেস্টিংস থানা এলাকা, একবালপুর থানা এলাকা, গার্ডেন রিচ থানা এলাকায় বাহিনী টহল দিচ্ছে ৷