পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ষষ্ঠ দফায় 100 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী

ষষ্ঠ দফার নির্বাচনে এরাজ্যে 100 শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী । জানালেন অজয় নায়েক ।

ফাইল ফোটো

By

Published : May 10, 2019, 3:29 PM IST

কলকাতা, 10 মে : বিরোধী দলগুলির দাবি ছিল ষষ্ঠ দফার নির্বাচনে বাড়াতে হবে নিরাপত্তা ব্যবস্থা । তাদের দাবি মেনে সক্রিয় হন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । এরপরই আজ জানিয়ে দেওয়া হয় ষষ্ঠ দফায় দেওয়া হবে 770 কম্পানি কেন্দ্রীয় বাহিনী । তবে 100 শতাংশ বুথেই বাহিনী মোতায়েন হবে কি না তা নিয়ে সংশয় ছিল । সরকারিভাবে কমিশনের তরফে এবিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়নি । কিন্তু, পর্যাপ্ত ফোর্স পাওয়া গেছে বলে আজ জানান অজয় নায়েক । জানিয়ে দেন 100 শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী ।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল বাঁকুড়া জেলায় 131 কম্পানি, ঝাড়গ্রামে 114 কম্পানি, পশ্চিম মেদিনীপুরে 158 কম্পানি, পূর্ব বর্ধমান (পার্ট) 9 কম্পানি, পূর্ব মেদিনীপুরে 172 কম্পানি, পুরুলিয়ায় 99 কম্পানি বাহিনী রেখে হবে ভোট । তার সঙ্গে 15,063 জন রাজ্যের সশস্ত্র পুলিশ থাকবে । পুরো বিষয়টি দেখবেন 417 জন ইন্সপেক্টর। কিন্তু, পরে সেই পরিকল্পনা বদলে যায় । চূড়ান্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা আজ ঠিক হতে পারে বলে খবর ।

100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মঙ্গলবার রাত থেকে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের সামনে ধরণায় বসে BJP-র প্রতিনিধি দল । ধরণায় বসেন, বিষ্ণুপুরের BJP প্রার্থী সৌমিত্র খাঁ, শঙ্কুদেব পণ্ডা সহ আরও কয়েকজন । গতকাল দুপুরে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন তাঁরা । তাঁদের দাবি ছিল বিষ্ণুপুর সহ সব কটি লোকসভা কেন্দ্রে 100 শতাংশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ।

এই সংক্রান্ত খবর :ভাঙল অতীতের রেকর্ড, ষষ্ঠ দফায় মোতায়েন 770 কম্পানি কেন্দ্রীয় বাহিনী

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details