কলকাতা, 26 মার্চ: আগামী 12 এপ্রিল উপনির্বাচন বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে (Asansol Loksabha and Ballygunge Assembly By Poll) ৷ আগেই জানা গিয়েছিল এই দুই কেন্দ্রে এলাকা টহল দিতে রবিবার রাজ্যে আসবে 133 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central force to route march)। শনিবার জানা গিয়েছে, এই বাহিনীর মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য মোতায়েন থাকছে 17 কোম্পানি ৷ বাকি 116 কোম্পানি পাঠানো হচ্ছে আসানসোলে। সোমবার থেকেই এরিয়া ডমিনেশন ও রুটমার্চ শুরু করার কথা কেন্দ্রীয় বাহিনীর ৷ শনিবার উপনির্বাচনের নিরাপত্তা বিষয়ে একটি বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা, বিএসএফ ও সিআইএসএফের কর্তারা।
ভোটের দিন এই দুই কেন্দ্রের বুথগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কী হবে সেই বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে ৷ ঠিক হয়েছে, যে ভোটকেন্দ্রে 1টি বুথ আছে সেখানে 4 জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পাহারায় থাকবেন। যে ভোট কেন্দ্রে দুই থেকে চারটি বুথ রয়েছে সেখানে থাকবে 1 সেকশন বাহিনী। 5 থেকে 8টি বুথের ভোটকেন্দ্রে থাকবে 2 সেকশন অর্থাৎ 16 জনের বাহিনী। ভোটকেন্দ্রে 9টি এবং তার বেশি বুথে থাকলে সেখানকার দায়িত্বে থাকবে 3 সেকশন অর্থাৎ 25 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ৷