কলকাতা, 8 জুলাই: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে চরম অব্যবস্থায় ক্ষুব্ধ নোডাল অফিসার। ভোটের শেষেও রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মধ্যে চিঠি চালাচালি অব্যাহত । এবার সরাসরি কমিশনকে নিশানা করে চিঠি দিল সীমান্তরক্ষী বাহিনী। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের অভিযোগ, অব্যবস্থা এতটাই চরমে ছিল শনিবার ভোটের দিন যে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগও করা সম্ভব হয়নি । সেইসঙ্গে, স্পর্শকাতর এবং অতিস্পর্শকাতর বুথ সম্পর্কে ভোটের দিন পর্যন্ত বারংবার বলা সত্ত্বেও বাহিনীকে কোনও তথ্য দেওয়া হয়নি । অভিযোগ, খোদ বাহিনীর নোডাল অফিসারের এই চিঠিতে ফের বেআব্রু হয়ে গেল পঞ্চায়েত ভোটে কমিশনের অব্যবস্থা ছিল চরমে ।
এদিন রাজ্যের 61 হাজার বুথে ছিল ব্য়ালটের লড়াই। কিন্তু ভোট কেমন হবে তার আগেম আভাস মিলেছিল মনোনয়নের দিন থেকেই । মনোনয়ন জমা দিতে গিয়েই সাতদিনে খুন হয়েছিলেন প্রায় 10 জন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা। আর ভোটের দিন কয়েক ঘণ্টায় প্রাণ গেল 15 জনের (সন্ধে 7টা পর্যন্ত)। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হয়েছে । কিন্তু প্রশ্ন উঠছে এই হিংসা আটকাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো রাজ্যে শেষ পর্যন্ত এসে পৌঁছেছিল 650 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী । কিন্তু ভোট শেষে সেই বাহিনীর নোডাল অফিসারের সঙ্গেই বাগযুদ্ধে জড়াল কমিশন। স্পষ্টতই কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চিঠিও দিল কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এস বুধাকোটি ।