কলকাতা, 7 জুলাই: রাজ্যের পঞ্চায়েত ভোট পরিচালনার জন্য লেহ থেকে কেন্দ্রীয় বাহিনী পৌঁছল রাজ্যে ৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, যে বাহিনী পাঠাতে অতি তৎপর হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এবার আর ট্রেনে নয়, সরাসরি বায়ুসেনার বিমানে লেহ থেকে রাজ্যের পঞ্চায়েত ভোটের জন্য 5 কোম্পানি বাহিনী পাঠাল কেন্দ্র ৷ আর সে বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকেও।
আর কয়েক ঘণ্টা বাকি রাজ্যে পঞ্চায়েত ভোটের ৷ কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত রাজ্যে বাকি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আদৌ এসে পৌঁছবে কি না, তা নিয়ে সন্দেহ ঘনীভূত হয় ৷ আর তা নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে ফের চিঠি দেয় কমিশন ৷ আর সেই চিঠিরই এদিন উত্তর এসেছে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ৷ কমিশন সূত্রে খবর, লেহ থেকে এয়ার লিফটিং করে আনা হচ্ছে পাঁচ কোম্পানি বাহিনী। এছাড়াও আনা হচ্ছে দুই প্লার্টুন কেন্দ্রীয় বাহিনী। এদিনই রওনা দিয়েছে সেই বাহিনী। তবে এই বাহিনী কলকাতা নয়, সোজা পৌঁছে যাবে পানাগড়। তবে 485 কোম্পানির মধ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছবে, তা নিয়ে এখনও কমিশনের কাছে তথ্য নেই বলেই জানা গিয়েছে ৷
কমিশন সূত্রে জানা গিয়েছে, যে সংখ্যক বাহিনী কেন্দ্রের তরফে চাওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে তা আদৌ ভোটের আগে রাজ্যে পৌঁছবে কি না, তা নিয়ে এখনও দোলাচলে রাজ্য নির্বাচন কমিশন ৷ এর মধ্য়েই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কমিশনে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, রাত পোহালেই ভোট ৷ এত সংখ্যক বাহিনী ট্রেনে করে পাঠানো সম্ভব নয় ৷ এবার তাই এয়ারলিফট করে রাজ্য়ে বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র ৷