পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Centre on NITI Aayog Meeting: মুখ্যমন্ত্রীর বদলে অন্য প্রতিনিধিতে না, রাজ্যের চিঠির জবাব নীতি আয়োগের - Mamata Banerjee

মুখ্যমন্ত্রীদের বদলে কোনও প্রতিনিধিকে নীতি আয়োগের বৈঠকে পাঠানো যাবে না ৷ আজ রাজ্য সরকারের দেওয়া চিঠির জবাবে এ কথাই জানিয়ে দিল নীতি আয়োগ ৷ তার ফলে 27 মে দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের প্রতিনিধি থাকবেন কিনা সেনিয়ে প্রশ্ন উঠছে ৷

Center on NITI Aayog Meeting ETV BHARAT
Center on NITI Aayog Meeting

By

Published : May 26, 2023, 1:44 PM IST

Updated : May 26, 2023, 3:50 PM IST

কলকাতা, 26 মে: নীতি আয়োগের বৈঠক নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও একধাপ বাড়ল ৷ কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রীদের পরিবর্তে তাঁর কোনও প্রতিনিধি নীতি আয়োগের বৈঠকে থাকতে পারবেন না ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন থেকে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধি পাঠানোর কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল ৷ সেই আবেদন খারিজ করে দেওয়া হল নীতি আয়োগের তরফে ৷ ফলে নীতি আয়োগের বৈঠক নিয়ে ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠল ৷ উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকছেন না ৷

আগামিকাল অর্থাৎ 27 মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলেন এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না ৷ তাঁর অভিযোগ, রাজ্যের দাবিদাওয়া ঠিকমতো নীতি আয়োগের বৈঠক তুলে ধরতে দেওয়া হয়নি ৷ এমনকী তাঁকে ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসিয়ে রাখার অভিযোগও করেছেন মমতা ৷ তাই তাঁর বদলে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধি পাঠানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্নের তরফে সেই মর্মে নীতি আয়োগকে একটি চিঠি দেয় নবান্ন ৷ সেখানে বলা হয়, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অথবা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন ৷

নবান্নের তরফে মুখ্যসচিব বা অর্থমন্ত্রীকে পাঠানোর এই যুক্তি ছিল, রাজ্যের যেসব বিষয়গুলি নিয়ে নীতি আয়োগের বৈঠকে আলোচনা হবে, সেনিয়ে মুখ্যসচিব এবং অর্থমন্ত্রীও ওয়াকিবহাল ৷ সেই কারণেই এই দু’টি পদের পদাধিকারীদের নাম মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে নীতি আয়োগে পাঠানো হয় ৷ আজ নীতি আয়োগের তরফে সেই চিঠির জবাব দেওয়া হয়েছে ৷ সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও মুখ্যমন্ত্রীকেই প্রতিনিধি পাঠানোর অনুমতি দেওয়া হবে না ৷

আরও পড়ুন:চব্বিশের আগে রাজ্যসভায় বিজেপিকে হারানোর সুযোগ এসেছে, কেজরির পাশে থেকে বিরোধীদের বার্তা মমতার

নবান্ন সূত্রে খবর, কেন প্রতিনিধি পাঠানো যাবে না ? সেই নিয়ে কোনও কারণ স্পষ্ট করা হয়নি ৷ যার ফলে নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের অংশ নেওয়ার বিষয়টি এখন বিশবাঁও জলে ৷ এখনও পর্যন্ত যা খবর, এবারের নীতি আয়োগের বৈঠকে পশ্চিমবঙ্গের প্রতিনিধি (মুখ্যমন্ত্রী) থাকবে না ৷ যদি না মুখ্যমন্ত্রী নিজে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলান ৷

Last Updated : May 26, 2023, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details