কলকাতা, 26 মে: নীতি আয়োগের বৈঠক নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও একধাপ বাড়ল ৷ কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, মুখ্যমন্ত্রীদের পরিবর্তে তাঁর কোনও প্রতিনিধি নীতি আয়োগের বৈঠকে থাকতে পারবেন না ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন থেকে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধি পাঠানোর কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল ৷ সেই আবেদন খারিজ করে দেওয়া হল নীতি আয়োগের তরফে ৷ ফলে নীতি আয়োগের বৈঠক নিয়ে ফের একবার কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে উঠল ৷ উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকছেন না ৷
আগামিকাল অর্থাৎ 27 মে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়ে দিয়েছিলেন এই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না ৷ তাঁর অভিযোগ, রাজ্যের দাবিদাওয়া ঠিকমতো নীতি আয়োগের বৈঠক তুলে ধরতে দেওয়া হয়নি ৷ এমনকী তাঁকে ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসিয়ে রাখার অভিযোগও করেছেন মমতা ৷ তাই তাঁর বদলে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের প্রতিনিধি পাঠানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ নবান্নের তরফে সেই মর্মে নীতি আয়োগকে একটি চিঠি দেয় নবান্ন ৷ সেখানে বলা হয়, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী অথবা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্ব করবেন ৷