কলকাতা, 26 জানুয়ারি : দেশজুড়ে পালিত হচ্ছে 71তম সাধারণতন্ত্র দিবস । কলকাতায় রেডরোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কুচকাওয়াজ শেষে খোশমেজাজে ধরা পড়লেন দু'জনে । সন্ধেয় রাজভবনে চা-চক্রে আমন্ত্রণও করলেন রাজ্যপাল ।
খোশমেজাজে মমতা-ধনকড়
CAA থেকে রাজ্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক, জয়েন্ট প্রবেশিকায় বাংলা ভাষার সংযুক্তিকরণ থেকে যাদবপুরের সমাবর্তন, একাধিক বিষয়ে বারবার মুখ্যমন্ত্রী-রাজ্যপাল সংঘাত সামনে এসেছে । টুইট যুদ্ধ, চিঠি চালাচালির বাতাবরণেই এবার খোশমেজাজে দেখা গেল দু'জনকে । 71 তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রেডরোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও জগদীপ ধনকড় । পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজের ফাঁকেই সন্ধে বেলার চায়ের নিমন্ত্রণও সারলেন ধনকড় ।
রাজ্যপাল-মুখ্যমন্ত্রী
রেড রোডে আজকের অনুষ্ঠানে ছিল কন্যাশ্রী ও খাদ্যসাথীর ট্যাবলো । যোগদান করেছিলেন গোর্খা রাইফেলসের জওয়ানরা । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রেড রোড চত্বরকে ।
গতকাল থেকেই রেড রোডসহ কলকাতার বেশ কিছু জায়গা কড়া নজরদারি চালাচ্ছেন সেনা জওয়ানরা । নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্র সদন, চিড়িয়াখানা, পার্কস্ট্রিট, ধর্মতলা, প্রিন্সেপ ঘাট-সহ একাধিক এলাকা । জলপথে নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক ।
Last Updated : Jan 26, 2020, 2:37 PM IST