কলকাতা, 15 নভেম্বর: রাজ্যপাল পদে বর্ষপূর্তি হতে চলেছে প্রাক্তন আমলা তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ 2022 সালের 17 নভেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন ৷ তাই এবছর 23 নভেম্বর তাঁর রাজ্যপাল পদে এক বছর পূর্ণ হবে ৷
এই উপলক্ষে আগামী 25 নভেম্বর রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ সূত্রের খবর, এই দিন 5টি বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ করা হবে ৷ তার মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিজের লেখা কবিতা, সাহিত্যও থাকবে ৷
রাজ্যপাল সিভি আনন্দ বোস বছরভর যে সব কাজ করেছেন, সেই খবরগুলির পেপার কাটিংয়ের বইও ছাপা হবে ৷ সব মিলিয়ে 5টি বই ছাপাতে প্রায় 2.5 লাখ টাকা খরচ করা হবে ৷ দিনটি স্মরণে রাখতে 25 নভেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ৷ এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের তো বটেই, ভিন রাজ্যের বিশিষ্টরাও উপস্থিত থাকতে পারেন ৷
গত একবছরে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্পর্ক খুব একটা সুখকর হয়নি ৷ বাংলায় হাতেখড়ি কিংবা অন্য অনুষ্ঠানে এ রাজ্যে তাঁর শুরুটা স্মৃতিমধুর হলেও বছরভর নানা বিষয়ে সংঘাতেই জড়িয়েছেন তিনি ৷ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ, পঞ্চায়েত ভোটের দিনে জেলায় জেলায় পরিদর্শনে সমান্তরাল প্রশাসন চালানোর অভিযোগ উঠেছে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ৷ যদিও সেই সব বিতর্কের খবর নিউজ ক্লিপিংয়ের বইয়ে উল্লেখ থাকবে না বলেই জানা গিয়েছে ৷