কলকাতা, 20 অগস্ট: সিসিটিভি যেন ম্যাজিক শব্দ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করলেন নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ ৷ পড়ুয়াদের ব়্যাগিং, বহিরাগতদের বিচরণ এবং অসামাজিক কাজকর্ম রোধে সিসিটিভি লাগানোর প্রসঙ্গে, ইটিভি ভারতের প্রতিনিধিকে এমনটাই জানান তিনি ৷ তবে, শুধু সিসিটিভি ক্যামেরা সব সমস্যার সমাধান কী ? সেই প্রশ্নও তুললেন তিনি ৷ জানালেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে তাঁকে পুরো বিষয়টিকে আগে ভালো করে পর্যালোচনা করতে হবে ৷
কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস জরুরি ভিত্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিযুক্ত করেন ৷ আগামিকাল, সোমবার তিনি দায়িত্বভার গ্রহণ করবেন ৷ তাঁর আগে অধ্যাপক বুদ্ধদেব সাউয়ের সঙ্গে যোগাযোগ করেছিল ইটিভি ভারত ৷ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা, তার নিরাপত্তা এবং ব়্যাগিং ৷ এ নিয়ে নবনিযুক্ত উপাচার্য জানালেন, এই পরিস্থিতিতে কাউকে তো দায়িত্ব নিতেই হত ৷ তাঁকে আচার্য যোগ্য মনে করে দায়িত্বভার সোঁপেছেন ৷ তিনি চেষ্টা করবেন সবরকমভাবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করার ৷
এক্ষেত্রে বারেবারে বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি উঠেছে বিভিন্ন মহলে ৷ যা নিয়ে আবার একাংশ পড়ুয়া আপত্তি তুলেছেন ৷ বিক্ষোভ আন্দোলনে নেমেছেন তাঁরা ৷ যার জবাবে অধ্যাপক বুদ্ধদেব সাউ বলেন, ‘‘সিসিটিভি ম্যাজিক শব্দ বলে মনে হচ্ছে ৷ তবে, শুধু সিসিটিভি ক্যামেরা নিরাপত্তার জন্য যথেষ্ট, নাকি আরও বেশি কিছু দরকার ৷ নাকি তার থেকে কম, সেটা খতিয়ে দেখতে হবে ৷ এর জন্য নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে হবে ৷ সেই মতো ব্যবস্থা নেওয়া হবে ৷’’