কলকাতা, 2 ডিসেম্বর:এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়ের মল্লিকের কেবিনে বসানো হল সিসিটিভি ক্যামেরা । রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ মাঝে ইডি হেফাজতে থাকলেও, পরে প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকাকালীন শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে আছেন জ্যোতিপ্রিয় ৷ আদালতের নির্দেশ মেনে তাঁর কেবিনে শনিবার বসানো হয়েছে দুটি ক্যামেরা ।
এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে ভর্তি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সেই চার এবং পাঁচ নম্বর কেবিনের সামনে ও ভিতরে ক্যামেরা লাগানো হয়েছে পুলিশের তরফে । এর মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর নজরদারি চালাবে ইডি। উল্লেখ্য, প্রেসিডেন্সি জেলের থাকার সময় গত মাসে আচকাই তাঁর শারীরিক অসুস্থতা শুরু হয় । ততক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজিস্ট বিভাগে । সেখানে তাঁর চিকিৎসা চলছিল । তবে কিছুদিন আগে তাঁর ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । তবে বর্তমানে কার্ডিয়োলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে চিকিৎসাধীন মন্ত্রী ।