পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আদালতের নির্দেশে এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনে সিসিটিভি, তবে নেট সংযোগের অভাবে করছে না কাজ

Jyotipriya Mallick: আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়ের মল্লিকের কেবিনে বসানো হল সিসিটিভি ক্যামেরা । রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি ৷

ETV Bharat
জ্যোতিপ্রিয় মল্লিক

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 6:56 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর:এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয়ের মল্লিকের কেবিনে বসানো হল সিসিটিভি ক্যামেরা । রেশন দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ মাঝে ইডি হেফাজতে থাকলেও, পরে প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকাকালীন শারীরিক অসুস্থতার জন্য এসএসকেএম হাসপাতালে আছেন জ্যোতিপ্রিয় ৷ আদালতের নির্দেশ মেনে তাঁর কেবিনে শনিবার বসানো হয়েছে দুটি ক্যামেরা ।

এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে ভর্তি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । সেই চার এবং পাঁচ নম্বর কেবিনের সামনে ও ভিতরে ক্যামেরা লাগানো হয়েছে পুলিশের তরফে । এর মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিকের উপর নজরদারি চালাবে ইডি। উল্লেখ্য, প্রেসিডেন্সি জেলের থাকার সময় গত মাসে আচকাই তাঁর শারীরিক অসুস্থতা শুরু হয় । ততক্ষণাৎ তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালের কার্ডিয়োলজিস্ট বিভাগে । সেখানে তাঁর চিকিৎসা চলছিল । তবে কিছুদিন আগে তাঁর ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় । তবে বর্তমানে কার্ডিয়োলজি বিভাগের পাঁচ নম্বর কেবিনে চিকিৎসাধীন মন্ত্রী ।

কিন্তু কী হয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সেই বিষয়ে স্পষ্ট হচ্ছে না কিছুই । কবে হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি তা নিয়েও মুখে কুলুপ এঁটেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তাই ইডির আবেদনের প্রেক্ষিতে জ্যোতিপ্রিয় মল্লিককে হাসপাতালে 24 ঘণ্টার সিসি ক্যামেরার নজরদারির মধ্যে রাখার জন্য আদালত নির্দেশ দিয়েছে। সেই ফুটেজ ইডির তদন্তকারী অফিসারকেও দিতে হবে বলে জেল সুপারকে নির্দেশ দিয়েছে কোর্ট । তবে হাসপাতাল সূত্রে খবর, ক্যামেরা লাগানো হলেও ইন্টারনেটের গোলযোগে তা এখনও কাজ করছে না ।

আরও পড়ুন:

  1. কবে এসএসকেএম থেকে ছুটি পাবেন জ্যোতিপ্রিয়? মুখে কুলুপ হাসপাতাল কর্তৃপক্ষের
  2. জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি, মেডিক্যাল বোর্ড গড়ল এসএসকেএম
  3. জ্যোতিপ্রিয় অনেকটাই স্থিতিশীল, মন্ত্রীর খবর নিতেই কি এসএসকেএমে ইডির 2 অফিসার ?

ABOUT THE AUTHOR

...view details