কলকাতা, 15 অক্টোবর : মণীশ শুক্লা খুনের রহস্য কাটাতে চেষ্টার কসুর করছেন না তদন্তকারীরা । BJP এই নেতা খুনে এবার দুই পৌর প্রশাসককে তলব করল CID । আজ তাঁদের ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে । মণীশ শুক্লার বাবার দায়ের করা FIR-এ নাম ছিল এই দুই পৌর প্রশাসকের । CID-র ডাকে তাঁরা ভবানী ভবনে হাজির হবেন বলে জানিয়েছেন ওই দুই তৃণমূল নেতা।
মণীশ খুনে তাঁর বাবা দায়ের করেন FIR। সেই FIR-এ আরও অনেকের সঙ্গে নাম ছিল ব্যারাকপুর এবং টিটাগড় পৌরসভার প্রশাসক উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরির । এই দু'জনকেই আজ তলব করা হয়েছে ভবানী ভবনে ।
মণীশ খুনে 2 তৃণমূল পৌর প্রশাসককে তলব CID-র - CID summoned two tmc leader
মণীশ খুনে FIR-এ আরও অনেকের সঙ্গে নাম ছিল ব্যারাকপুর এবং টিটাগড় পৌরসভার প্রশাসক উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরির । এই দু'জনকেই আজ তলব করা হয়েছে ভবানী ভবনে ।
প্রসঙ্গত সম্প্রতি কলকাতা হাইকোর্ট মণীশ শুক্লা খুনের ঘটনায় তদন্ত রিপোর্ট তলব করেছে। এই খুনের ঘটনায় CBI তদন্ত চেয়ে BJP নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা ট্রিব্রেওয়াল হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার সূত্র ধরে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ 16 অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে আদালতে । প্রিয়াঙ্কা আদালতে দাবি করেছেন, পুলিশ মণীশের পরিবারকে লাগাতার হুমকি দিচ্ছে । সেই কারণে তারা আদালতের দ্বারস্থ হতে ভয় পাচ্ছে । একইসঙ্গে তাঁর বক্তব্য, পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে মণীশের পরিবার।
মণীশ খুনে জড়িত সন্দেহে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে CID । উদ্ধার করা হয়েছে তিনটি মোটরবাইক এবং খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ।