কলকাতা, 7এপ্রিল:নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ সিবিআইয়ের । বাদ গেল না গুগলও ৷ নিজাম প্যালেস সূত্রে খবর, মূলত দু’টি জাল তৈরি ওয়েবসাইট করে গোটা কার্যক্রম করা হয়েছিল বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ আর কীভাবে তা হয়েছিল, তা জানতেই গুগলের কাথে চিঠি গেল। সিবিআই-এর অনুমান, পর্ষদের নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল ৷ সেখানে যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন সেই চাকরি পরীক্ষার্থীদের নাম সেই ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছিল । এই কারণেই এই দু’টি ওয়েবসাইট কবে তৈরি করা হয়েছিল । কার আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটগুলি তৈরি করা হয়েছিল এবং এই সম্পর্কিত বিস্তার তথ্য জানতে এবার গুগলকে চিঠি দেওয়া হল ।
এদিকে, বৃহস্পতিবার কুন্তল ঘোষকে আদালতে তোলা হয়েছিল । শুনানিতে সিবিআই দাবি করে নকল ওয়েবসাইট তৈরি করে গোটা দুর্নীতি করা হয়েছিল । তদন্তে সিবিআইয়ের নজরে আসে পর্ষদের আসল ওয়েবসাইট ছিল 'ডটইন' ৷ কিন্তু নকল ওয়েবসাইটটি ছিল 'ডটকম' । বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটি নকল ওয়েবসাইট । চাকরিপ্রার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকার বিনিময়ে তাদের নাম এই নকল ওয়েবসাইটে তুলে দেওয়া হয়েছিল ৷ সকল প্রার্থীদের দেখানো হয়েছিল যে তাদের নাম পর্ষদের ওয়েবসাইটে চলে এসেছে । এরপরই প্রার্থীরা আশ্বস্ত হয়ে চাকরির জন্য বকেয়া টাকা মিটিয়ে দেন বলে মনে করে সিবিআই । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পারেন, জাল ওয়েবসাইট তৈরি করে কাজ হয়ে যাওয়ার পর সেটি ডিলিট করা হয়েছিল ৷ সেই ডিলিট কে করেছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে ৷
কাজ হয়ে যাওয়ার পরে ওয়েবসাইটগুলি ডিলিট কে করেছিল তা জানতেই গুগলকে চিঠি দিয়েছে সিবিআই ৷ গুগলের কাছ থেকে সিবিআই-এর আধিকারিকরা মূলত জানতে চান, যে কোথা থেকে বসে কোনও কম্পিউটারের মাধ্যমে সেই নকল ওয়েবসাইটটি তৈরি করা হয়েছিল এবং কোন আইপি অ্যাড্রেস এবং কোনও ই-মেইল আইডি দ্বারা ওই নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল তাও জানতে চাওয়া হয়েছে চিঠিতে ।