কলকাতা, 27 অগাস্ট : নারদ স্ট্রিং অপারেশনে ম্যাথু স্যামুয়েলের ব্যবহৃত ক্যামেরা নিয়ে তৈরি হয়েছে সংশয় । তাই ফের জেরা করা হবে তাঁকে । আগামীকাল ম্যাথু স্যামুয়েল, কেডি সিং এবং দিল্লির এক ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন গোয়েন্দারা । তলব করা হয়েছে তিনজনকেই ।
এই সংক্রান্ত আরও খবর : পৌরনিগমে শোভন-ম্যাথু সাক্ষাৎ হয়েছিল ? ৩ পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ CBI-এর
নারদ তদন্তে ম্যাথুর ফুটেজ নিয়ে জলঘোলা হয় বিস্তর । বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত । স্ট্রিং অপারেশনের তদন্তে ম্যাথু তাঁর গোপন ক্যামেরাটির বিষয়ে তদন্তকারীদের জানিয়েছিলেন । ম্যাথুর আই-ফোনের সঙ্গে যুক্ত ছিল সেই গোপন ক্যামেরা । ইয়ারফোনের ইনপুট পয়েন্টে লুকানো ক্যামেরাটি সংযুক্ত করা হয়েছিল । সেই ক্যামেরা দিয়ে তোলা হয় অপারেশনের সমস্ত ফুটেজ । কিন্তু আইফোনের ইয়ারফোন ইনপুট পয়েন্টে ক্যামেরা লাগাল কে? ম্যাথু তদন্তকারীদের জানিয়েছিলেন দিল্লির এক ব্যবসায়ীর কথা । ওই ব্যবসায়ী না কি বিশেষ টেকনিকে ওই ক্যামেরা ইন্সটল করেছিলেন । CBI-র দিল্লির দপ্তরে সম্প্রতি ডাকা হয় ওই ব্যবসায়ীকে । সূত্র জানাচ্ছে, তিনি ক্যামেরা ইনস্টলেশনের বিষয়টি অস্বীকার করেছেন । আর তাতেই তৈরি হয়েছে জট । সেই জট কাটাতে ম্যাথু, কেডি সিং এবং দিল্লির ওই ব্যবসায়ীকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় CBI । আগামীকাল সেই জেরা করা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর ।