পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এড়ালেন সশরীরে হাজিরা, বিনয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাবে সিবিআই

গতকাল সশরীরে হাজিরা দেওয়ার পরিবর্তে বিনয় মিশ্রর আইনজীবীর তরফে সিবিআই দফতরে একটি মেল করে জানানো হয়, করোনা পরিস্থিতিতে তিনি সশরীরে হাজিরা দিতে পারবেন না । ভার্চুয়ালি তাঁর কথা শোনার ব্যবস্থা করুক সিবিআই । কিন্তু সিবিআইয়ের তরফে স্পষ্ট জানানো হয়, আদালতের নির্দেশ ছিল তাঁকে সশরীরে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে ।

বিনয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাবে সিবিআই
বিনয়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাবে সিবিআই

By

Published : May 4, 2021, 9:27 PM IST

কলকাতা 4 মে: কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও সিবিআই দফতরে সশরীরে হাজির হননি বিনয় মিশ্র । তাঁর বিরুদ্ধে আগামীকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই ।
কয়লা, গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআইয়ের বিশেষ আদালত । নিজের গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিনয় । সেই মামলায় গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভাশিস দাশগুপ্ত, বিনয় মিশ্রকে আপাতত গ্রেফতার না করার নির্দেশ দেন । তবে শর্ত হিসেবে বলা হয়েছিল, সিবিআই দফতরে গিয়ে তাঁকে হাজিরা দিতে হবে । সিবিআই-এর সঙ্গে সহযোগিতা করতে হবে । 3 মে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । গতকাল সশরীরে হাজিরা দেওয়ার পরিবর্তে বিনয় মিশ্রর আইনজীবীর তরফে সিবিআই দফতরে একটি মেল করে জানানো হয়, করোনা পরিস্থিতিতে তিনি সশরীরে হাজিরা দিতে পারবেন না । ভার্চুয়ালি তাঁর কথা শোনার ব্যবস্থা করুক সিবিআই । কিন্তু সিবিআইয়ের তরফে স্পষ্ট জানানো হয়, আদালতের নির্দেশ ছিল তাঁকে সশরীরে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে । এরপরই আজ সিবিআই সূত্রে জানা যায়, আগামীকাল কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে সিবিআই ।
আরও পড়ুন : জ্ঞানবন্ত সিংয়ের বয়ান রেকর্ড করল সিবিআই

কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার নামের সঙ্গে নাম জড়িয়েছিল যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর । তাঁর বিরুদ্ধে এফআইআর এর পাশাপাশি লুকআউট সার্কুলার ও গ্রেফতারি পরোয়ানাও জারি হয় । প্রসঙ্গত কয়লা পাচার, গরু পাচার সহ একাধিক অভিযোগে অভিযুক্ত এই তৃণমূল যুব নেতা ।

ABOUT THE AUTHOR

...view details