কলকাতা, 20 সেপ্টেম্বর:এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে সুবীরেশ ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় - এই চারজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই(CBI wants to Interrogate to Sitting Face to Face Partha Shanti Prasad Kalyan Subiresh)। চারজনেই সল্টলেকের বিকাশ ভবনে একত্রভাবে কাজ করে এসেছেন । বর্তমানে চারজনেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন ৷
নিজাম প্যালেস সূত্রে খবর, এর আগে পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কে পৃথক পৃথক বসিয়ে জেরা করা হয়েছে । পাশাপাশি তাঁদের বয়ানও রেকর্ড করেছেন তদন্তকারী আধিকারিকরা । কিন্তু তাতে তদন্তকারী আধিকারিকরা পরিলক্ষিত করেছেন যে, প্রত্যেকেই একে অপরের কোটে বল ঠেলছেন অর্থাৎ দায় এড়িয়ে যাচ্ছেন । এক্ষেত্রে চারজনকে একসঙ্গে নিয়ে মুখোমুখি জেরা করার কথা ভাবছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।