কলকাতা, 17 এপ্রিল: তাঁকে হেনস্থা করার জন্য মরিয়া বিজেপি ৷ আর সেই কারণে তারা সিবিআই-কে আদালত অবমাননার মুখে ফেলেছে ৷ কারণ সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে ৷ সিবিআইয়ের নোটিশ প্রসঙ্গে এ ভাবেই গেরুয়া শিবিরকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷
সিবিআইয়ের নোটিশের চিঠি তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ৷ চিঠির সময়ও সেখানে চিহ্নিত করেছেন অভিষেক এবং দেখিয়ে দিয়েছেন যে শীর্ষ আদালতের নির্দেশের পরই সেই নোটিশ তাঁর হাতে এসে দিয়ে যাওয়া হয়েছে ৷ পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, "আমাকে 'হেনস্থা' ও 'নিশানা' করার জন্য মরিয়া হয়ে, বিজেপি সিবিআই এবং ইডিকে আদালত অবমাননার মুখোমুখি করেছে ! সুপ্রিম কোর্ট সকালে কলকাতা হাইকোর্টের আদেশ স্থগিত করেছিল, যে আদেশে আমাকে তলব করার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে অনুমতি দেওয়া হয়েছিল । তবুও, আজ দুপুর 1টা 45 মিনিটে ‘সমন’ হাতে পৌঁছে দেওয়া হয়েছে ৷ বেহাল দশা !"
উল্লেখ্য, গত 29 মার্চ শহিদ মিনারের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই, ইডি'র মতো কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন যে, বিভিন্ন মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাদের জেরার সময় চাপ দেওয়া হয়, যাতে ওই নেতারা অভিষেকের নাম নেন এবং তাঁকে সেই মামলার সঙ্গে জড়িয়ে দেন ৷