কলকাতা, 11 মে:নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রশান্ত রায়কে এবার নতুন মামলায় হেফাজতে পেল সিবিআই। প্রসন্ন রায়কে এবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতিতে নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে নিউটাউনের প্রোমোটার প্রসন্ন রায়কে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৷ এই মর্মে আলিপুর বিশেষ সিবিআই আদালতে ধৃত প্রসন্ন রায়কে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়। জানা গিয়েছে, গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপরেই আদালতের তরফে সেই আর্জি মেনে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে প্রসন্নকে। আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালত থেকেই আইন অনুযায়ী প্রসন্ন রায়কে নিজেদের হেফাজতে নেবেন সিবিআইয়ের আধিকারিকরা। নিজাম প্যালেস সূত্রের খবর, গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় নিউটনের প্রোমোটার প্রসন্ন রায়ের গুরুত্বপূর্ণ যোগসূত্র পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, উত্তর 24 পরগনার একাধিক জায়গায় চাকরিপ্রার্থীদের সুপারিশ করা হয় এবং টাকা নেওয়া-সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বদের টাকা পৌঁছে দেওয়ার অভিযোগ ওঠে প্রসন্নর বিরুদ্ধে।