পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata CBI Update বোলপুর পৌরসভার খালাসি থেকে কোটিপতি, সিবিআই স্ক্যানারে অনুব্রতর বিদ্যুৎ - বোলপুর পৌরসভায় খালাসি বিদ্যুৎ বরণ গায়েন

গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জেরা করে প্রতিদিনই নতুন তথ্য পাচ্ছে সিবিআই ৷ এবার উঠে এলো বিদ্যুৎ বরণ গায়েনের নাম ৷ যিনি খালাসি থেকে রাতারাতি কোটি টাকার মালিক হয়েছেন (Anubrata CBI Update) ৷

Anubrata Close Aide CBI News
অনুব্রতর ঘনিষ্ঠকে জেরা সিবিআইয়ের

By

Published : Aug 17, 2022, 11:02 AM IST

কলকাতা, 17 অগস্ট: পুলিশ থেকে উচ্চ-প্রশাসনিক কর্ত ব্যক্তি, বীরভূমে প্রায় প্রত্যেকেই অনুব্রতকে আনুগত্য দেখাতে বাধ্য থাকতেন । এর তথ্য-প্রমাণ আগেভাগেই পেয়েছে সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে যত অনুব্রত-নামা চর্চা হচ্ছে, ততই একের পর এক নতুন নতুন তথ্য সামনে আসছে (CBI to interrogate Partha close aide Bolpur Municipality helper who turned millionaire) ।

অনুব্রত-ঘনিষ্ঠ পলাতক আব্দুল লতিফের পর জানা গেল বিদ্যুৎ বরণ গায়েনের নাম । সিবিআইয়ের দাবি, আগে তাঁর নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা ছিল । বাম আমলে কোনওরকমে কাজকর্ম করে খাবারের ব্যবস্থা করতেন তিনি । 2011-এ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বাংলায় রাজনীতির পট পরিবর্তন হয় ।

আরও পড়ুন: অনুব্রতর গ্রেফতারির পর চাঙ্গা হচ্ছে শিবপুরে অনিচ্ছুক জমিদাতা কৃষকদের আন্দোলন

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই বিদ্যুৎ বরণ গায়েন বোলপুর পৌরসভায় গাড়ির খালাসির কাজ করতেন । অনুব্রত মণ্ডল বীরভূমের 'দখল নেওয়ার পরেই' 2012 থেকে দিনে দিনে লক্ষ লক্ষ টাকার সম্পত্তির মালিক হতে থাকেন তিনি । বোলপুর পৌরসভায় খালাসির অস্থায়ী চাকরি থেকে তাঁকে স্থায়ী কর্মীতে পরিণত করা হয় ।

বোলপুর পৌরসভায় স্থায়ী চাকরি পেয়েও তিনি ছেড়ে দেন এবং একাধিক ব্যবসায় নামেন । পরে দেখা যায়, রাতারাতি তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন । সিবিআইয়ের অনুমান, এই ব্যক্তির আচমকা কোটি টাকার মালিক হওয়ার নেপথ্যে রয়েছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । ফলে এই বিদ্যুৎ বরণ গায়েন নামে এই ব্যক্তিকে জেরা করতে চায় তারা । তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details