পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Apr 5, 2022, 1:46 PM IST

ETV Bharat / state

SSC Advisor CBI Interrogation : আজ নিজাম প্যালেসে ফের এসপি সিনহাকে জেরা সিবিআইয়ের

এসএসসির নিয়োগ ঘিরে জটিলতা ক্রমশ বেড়ে চলেছে ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজ দুপুরেই সিবিআইয়ের মুখোমুখি বসবেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহা (SSC Advisor CBI Interrogation ) ৷

CBI Nizam Palace SSC Advisor news
কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেস

কলকাতা, 5 এপ্রিল : এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ফের জিজ্ঞাসাবাদ ৷ সেজন্য তাঁকে নিজাম প্যালেসে যেতে হবে, নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । সিবিআই সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে (CBI to interrogate Former SSC Advisor S P Sinha on 5 April) ।

নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে, কীভাবে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হল, কার হস্তক্ষেপে গোটা ঘটনাটি ঘটল এবং কোনও প্রভাবশালীর অঙ্গুলিহেলনে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা কাজ করেছিলেন কি না ৷ এই সব প্রশ্নের উত্তর পেতে একজন অ্যাডিশনাল পুলিশ সুপার পদমর্যাদার সিবিআই আধিকারিক শান্তিপ্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করবেন ৷

আজ দুপুর আড়াইটের মধ্যে নিজাম প্যালেসে উপস্থিত হতে হবে এসপি সিনহাকে। এর আগে সার্ভে পার্ক থানা এলাকায় এসপি সিনহার বাড়িতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার রাত সাড়ে দশটা নাগাদ হাজির হন সিবিআই আধিকারিকরা ।

আরও পড়ুন : CBI interrogation SSC Officer : এসএসসির 4 আধিকারিককে একাধিক নথি দেখিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

গতকাল এসএসসির 4 আধিকারিককে কলকাতা হাইকোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেন সিবিআইয়ের আধিকারিকরা । দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁদের জেরা চলে ৷ কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের ঘেরাটোপে ওই চার আধিকারিককে নিজাম প্যালেসে নিয়ে আসে পুলিশ ।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এসএসসি নিয়োগ-প্রক্রিয়ার একাধিক নথিপত্র দেখিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা । তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে ৷ তবে কৌশলগতভাবে একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন ওই চার আধিকারিক । তাঁদের জিজ্ঞাসাবাদের পর আপাতত কিছু তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ পাশাপাশি বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও অধরাই রয়েছে ৷ সেই সব উত্তর পেতে এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন ৷ আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ এসপি সিনহা ও অলোক সরকারকে ফের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে ৷ প্রয়োজনে সিবিআই তাঁদের হেফাজতে নিতে পারে বলে জানিয়েছে আদালত ৷

ABOUT THE AUTHOR

...view details