কলকাতা, 30 অগস্ট: গ্রেফতারির পর এই প্রথমবার আসানসোল সংশোধনাগারে গিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করবে সিবিআই । এমনটাই সূত্রের খবর (CBI to interrogate Anubrata Mondal)। জানা গিয়েছে, গরুপাচার কাণ্ডে একাধিক তথ্য-প্রমাণ সামনে এসেছে সিবিআই'য়ের । এছাড়া তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন যে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের হাত ধরে গরু বাংলাদেশ সীমান্তে পারাপার হত । এছাড়াও এই ঘটনায় এনামুল হককে জেরা করেও একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা ।
এছাড়াও অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর বীরভূমে তাঁর একাধিক রাইস মিলে গিয়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই । শুধু রাইস মিল নয়, তাঁর একাধিক বিষয় সম্পত্তি সামনে এসেছে । তদন্ত নেমে সিবিআই জানতে পেরেছে, 2014 সালের পর থেকে অনুব্রত-কন্যা সুকন্যার সম্পত্তিও উত্তরোত্তর বেড়েছে । কীভাবে তাঁদের উল্কাগতিতে সম্পত্তির উত্থান হতে শুরু করল তা জানার চেষ্টা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা ।