পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coal Scam Case accused Bikash Mishra : বিকাশ মিশ্রের অসুস্থতা জানতে এইমসে যাবে সিবিআই - দিল্লির এইমস হাসপাতালে যাবে সিবিআই

রাজ্যে কয়লা পাচার কাণ্ডে অন্যতম মূল চক্রী বিকাশ মিশ্র ৷ গ্রেফতারির পর থেকে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি ৷ তিনি ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন, তা নিশ্চিত করে জানতে এইমস-এ যাবে সিবিআই ৷ (CBI to discuss AIIMS about Coal Scam Case accused Bikash Mishra illness)

Coal Scam Case accused Bikash Mishra
অভিযুক্ত বিকাশ মিশ্র

By

Published : Dec 23, 2021, 11:37 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর : বিকাশ মিত্র আদৌ কি হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ? বরং সিবিআইয়ের অনুমান, সিবিআই জেরা এবং হেফাজত, দুই থেকে বাঁচতে শারীরিক অসুস্থতা হেপাটাইটিস-বি-কে ঢাল হিসেবে ব্যবহার করছেন রাজ্যে কয়লা পাচার কাণ্ডে অন্যতম মূল চক্রী বিকাশ মিশ্র (CBI to discuss AIIMS about Coal Scam Case accused Bikash Mishra illness) ৷

বিকাশের শারীরিক অবস্থার সঠিক তথ্য জানতে এবার সিবিআই সরাসরি দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নিতে চাইছেন । নিজাম প্যালেস সূত্রের খবর, ইতিমধ্যে সিবিআই-এর তরফে আসানসোল সিবিআই-এর বিশেষ আদালতে আবেদন জানানো হয়েছে ।

গ্রেফতারির পরে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত বিকাশ মিশ্র । তাঁকে প্রথমে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় । সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয় আসা হয় । সিবিআই-এর তরফে এসএসকেএম হাসপাতালের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল ঠিক কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন বিকাশ ।

আরও পড়ুন : Coal Scam Case accused Bikash Mishra : অসুস্থ কয়লাকাণ্ডে ধৃত বিকাশ মিশ্র, আজও পেশ করা গেল না কোর্টে

বুধবার সিবিআইকে একটি চিঠি দিয়ে এসএসকেএম হাসপাতালের তরফে জানানো হয়, বিকাশ মিশ্র হেপাটাইটিস রোগে আক্রান্ত । এখানেই সন্দেহ দানা বেঁধেছে সিবিআই গোয়েন্দাদের । তাঁদের মতে বিকাশ মিশ্র শুধুমাত্র সিবিআই হেফাজতকে এড়িয়ে চলার জন্য নিজের অসুস্থতাকে বারবার তুলে ধরছে ।

সত্যিই কি বিকাশ মিশ্র শারীরিকভাবে অসুস্থ ? আদৌ কি সে হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত ? এই সমস্ত কিছু জানার জন্য এবার সিবিআই এইমস হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে চায় ।

কয়লা-কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে বুধবার, 22 ডিসেম্বর আসানসোল সিবিআই কোর্টে হাজির করা যায়নি । তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (Coal Scam Case accused Bikash Mishra is hospitalized) । অসুস্থতার কারণে তাঁকে আদালতে পেশ করা সম্ভব হয়নি বলে দাবি করেছেন বিকাশের আইনজীবীর দাবি । আসানসোল সিবিআই কোর্টের বিচারক পরবর্তী শুনানির দিন 5 জানুয়ারি ধার্য করেছেন । ততদিন তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । যদিও অসুস্থতার জন্য আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন থাকবেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details