কলকাতা, 20 সেপ্টেম্বর: রাজীব কুমারের খোঁজে তল্লাশি অভিযান চলছেই । কলকাতা এবং লাগোয়া ছ'টি জায়গায় গেছে CBI । চলছে তল্লাশি । রীতিমতো হন্যে হয়ে রাজীব কুমারকে খুঁজছে তারা । কিন্তু এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি । আজ পার্ক স্ট্রিটে CBI-এর যে পাঁচজনের দল তল্লাশিতে যায় সেখানে ছিলেন এক মহিলা অফিসারও । সূত্রের খবর, রাজীব কুমারের স্ত্রীর সঙ্গে কথা বলেছে তারা ৷
আজ দুপুর 3.15 মিনিট নাগাদ CBI-এর ৪ সদস্যের একটি প্রতিনিধি দল রাজীবের খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা ইবিজায় হানা দিল। সূত্রের খবর, তদন্তকারীদের কাছে খবর ছিল বিষ্ণুপুর এলাকার কোনও রিসর্টে আত্মগোপন করেছেন রাজীব । সেই সূত্র ধরে গতরাতে বিষ্ণুপুরের একটি জল শোধনাগারের অতিথি নিবাসে তল্লাশি চালায় CBI । আজ ফের বিষ্ণুপুরে যায় তারা। চলে তল্লাশি ।