কলকাতা, 24 অগস্ট: পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় এবার রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে তলব করেছে সিবিআই ৷ যা নিয়ে সকাল থেকেই তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ পৌর নিয়োগ দুর্নীতির তদন্তে আগামী 31 অগস্ট জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে। আর যার প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজিত বসু সাফ জানালেন, তদন্তের নামে আদতে প্রহসন চলছে রাজ্যে ৷ একইসঙ্গে, তিনি যে এই তলবে ভীত নন, তাও সাফ জানিয়েছেন সুজিত বসু ৷
পৌর নিয়োগ দুর্নীতি তদন্তে একাধিক পৌরসভায় ইতিমধ্য়েই হানা দিয়েছে সিবিআই ৷ সেই অভিযানে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আর সেই নথি ঘেঁটেই তদন্তকারীরা জানতে পেরেছেন, 2016 সালে পৌরসভায় নিয়োগ দুর্নীতির সময় দক্ষিণ দমদম পৌরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু ৷ আর সে কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই ৷ আর সিবিআইয়ের তলব প্রসঙ্গে, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত বসু বলেন, "আমার কাছে চিঠি আসার আগেই সংবাদমাধ্যমে চিঠি চলে যাচ্ছে ! তদন্তের নামে কী চলছে এখানে ?" একইসঙ্গে, তিনি এও জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগতভাবে সিবিআই'য়ের মুখোমুখি হতে তাঁর কোনও আপত্তি নেই। সিবিআই ডাকার কারণে তিনি ভীত নন বলেও জানিয়েছেন সুজিত ৷ কারণ হিসাবে তাঁর দাবি, তিনি জ্ঞানত কোনও অনৈতিক কাজ করেননি। কাজেই সিবিআইয়ের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে তাঁর কোনও অসুবিধা থাকারও কারণ নেই।