কলকাতা, 8 সেপ্টেম্বর : চিটফান্ড মামলায় গত কয়েক বছরে ডাক পড়েছে রাজ্যের একাধিক বড় নেতার ৷ এবার আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে 13 সেপ্টেম্বর সিবিআই দফতরে হাজিরার জন্য নোটিস পাঠাল সিবিআই । জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আইকোর চিটফান্ডের সঙ্গে সরাসরি যোগাযোগের তথ্য পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি আইকোর মামলার তদন্তে নেমে একাধিকজনের সাক্ষ্যগ্রহণ এবং জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে তাদের কাছ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নাম গোয়েন্দারা পেয়েছেন ।
গোয়েন্দাদের দাবি, তাঁদের কাছে একাধিক নথিপত্র ও প্রমাণ রয়েছে ৷ যেই নথিপত্র থেকে প্রমাণিত হয় যে আইকোর চিটফান্ডের মালিকের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরিভাবে যোগাযোগ ছিল । পার্থ চট্টোপাধ্যায় কি তাহলে আইকোর চিটফান্ডের তরফ থেকে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন? কোনও রকমভাবে কি টাকা আদান প্রদান হয়েছিল? আর কোন কোন প্রভাবশালী জড়িত থাকতে পারেন এই চিটফান্ডের সঙ্গে, তা জানার জন্যই পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠায় সিবিআই ৷