কলকাতা, 19 মে:শনিবার সকালে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ আদালতের নির্দেশের পরই ময়দানে নেমে পড়ল সিবিআই ৷ নোটিশ পাঠানো হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ৷ সিবিআই সূত্রে খবর, আগামিকাল সকাল 11টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজাম প্যালেসে হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।
কুন্তল ঘোষের চিঠি মামলায় আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এরপরই সেই রায়ের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারপতির রায় এমন অভিযোগও শোনা গিয়েছিল তৃণমূল নেতৃত্বের গলায় ৷ দেশের শীর্ষ আদালতের নির্দেশ মোতাবেক হাইকোর্টে অভিষেক মামলার বেঞ্চ বদল হলেও কার্যত রায়ের উপর তার কোনও প্রভাবই পড়েনি ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বেঞ্চ থেকে অভিষেক মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতেই হচ্ছে অভিষেককে ৷
বৃহস্পতিবারই বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দিয়েছিলেন, এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই মনে করলে অভিষেককে জেরা করতেই পারে ৷ এমনকী বারবার এই ধরণের মামলা করে আদালতের সময় নষ্ট করায় রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি ৷ কুন্তল ঘোষ এবং অভিষেককে 25 লক্ষ টাকা করে জরিমানাও করে আদালত ৷ যদিও সেই রায়কেও চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তবে সেখানেও স্বস্তি মেলেনি ৷ শুক্রবার ডিভিশন বেঞ্চেও ধাক্কা খায় অভিষেকের মামলা ৷ কার্যত এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাই শুনতে চায়নি ৷ আর ডিভিশন বেঞ্চে ধাক্কা খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিবিআইয়ের সমন গেল অভিষেকের কাছে ৷