পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kuntal Ghosh: কুন্তলের 'বিতর্কিত' চিঠি কাণ্ডে প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসককে তলব সিবিআইয়ের - কুন্তলের বিতর্কিত চিঠি

ধৃত কুন্তল ঘোষের 'বিতর্কিত' চিঠি মামলায় এ বার প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসককে তলব করল সিবিআই। এর আগে সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীকে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Kuntal Ghosh
প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসককে তলব সিবিআইয়ের

By

Published : Jun 24, 2023, 12:19 PM IST

কলকাতা, 24 জুন: শিক্ষা দুর্নীতি কাণ্ডে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের 'বিতর্কিত' চিঠির পরিপ্রেক্ষিতে এবার প্রেসিডেন্সি সংশোধনাগরের চিকিৎসককে তলব করল সিবিআই। জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজির হতে হবে। সঙ্গে আনতে হবে কুন্তল ঘোষের চিকিৎসা সংক্রান্ত একাধিক নথিপত্র থেকে শুরু করে রিপোর্ট।

মূলত কুন্তল ঘোষকে বাড়তি সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে চিকিৎসাজনিত ব্যাপারে বিভিন্ন গড়মিলের অভিযোগ উঠেছিল। এছাড়াও কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন যে, সংশোধনাগারে মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা গিয়ে তাঁকে ক্রমাগত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তার জন্য তাঁর শারীরিক অসুবিধাও হচ্ছে।

যদিও এই ঘটনার যাচাই পর্বে কুন্তল ঘোষ সিবিআইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, সেই চিঠি তিনি এমনি লিখেছিলেন। পুরো ঘটনার পরে কুন্তল ঘোষ নিজেই বলেছিলেন, তাঁকে কোনও এজেন্সি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার দন্য চাপ দেয়নি ৷ সেক্ষেত্রে আচমকা তিনি কেন এই বিতর্কিত চিঠি লিখতে গেলেন? তা জানার জন্য এর আগে সংশ্লিষ্ট সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীকে তলব করেছিল সিবিআই। এছাড়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিজাম প্যালেসে তলব করে প্রায় সাড়ে ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। আর এবার সংশোধনাগারের চিকিৎসককে ডেকে পাঠানো হল।

মূলত সিবিআইয়ের গোয়েন্দারা সংশোধনাগারের চিকিৎসকের কাছ থেকে জানতে চাইবেন যে, অন্য বন্দিদের যেই প্রকারে সুযোগ-সুবিধা দেওয়া হয় তার বাইরে গিয়ে বাড়তি সুযোগ-সুবিধা কুন্তল ঘোষকে দেওয়া হয়েছিল কি না? পাশাপাশি বর্তমানে কুন্তল ঘোষের কী কী শারীরিক অসুবিধা রয়েছে এবং তার জন্য কোন কোন ওষুধ খেতে হয় কুন্তল ঘোষ কে?

আরও পড়ুন:শুভেন্দু অধিকারীর কথায় চলছে ইডি, নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়ে অভিযোগ কুন্তলের

এছাড়াও তদন্তকারী আধিকারিকরা জানতে চাইবেন, যখন কুন্তল ঘোষকে সংশোধনাগারের মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে যান তার আগে এবং জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার পরবর্তীকালে কুন্তল ঘোষের মেডিকেল রিপোর্টের স্ট্যাটাস সঠিক কী থাকে? সিবিআই সূত্রের খবর, প্রেসিডেন্সি সংশোধনাগারের চিকিৎসকের বক্তব্য রেকর্ড করবেন তাঁরা এবং পরবর্তীকালে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য ফের চিকিৎসককে ডাকা হতে পারে।

ABOUT THE AUTHOR

...view details