কলকাতা, 24 জুন: শিক্ষা দুর্নীতি কাণ্ডে বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের 'বিতর্কিত' চিঠির পরিপ্রেক্ষিতে এবার প্রেসিডেন্সি সংশোধনাগরের চিকিৎসককে তলব করল সিবিআই। জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে হাজির হতে হবে। সঙ্গে আনতে হবে কুন্তল ঘোষের চিকিৎসা সংক্রান্ত একাধিক নথিপত্র থেকে শুরু করে রিপোর্ট।
মূলত কুন্তল ঘোষকে বাড়তি সুযোগ-সুবিধা বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে চিকিৎসাজনিত ব্যাপারে বিভিন্ন গড়মিলের অভিযোগ উঠেছিল। এছাড়াও কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন যে, সংশোধনাগারে মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা গিয়ে তাঁকে ক্রমাগত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তার জন্য তাঁর শারীরিক অসুবিধাও হচ্ছে।
যদিও এই ঘটনার যাচাই পর্বে কুন্তল ঘোষ সিবিআইকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, সেই চিঠি তিনি এমনি লিখেছিলেন। পুরো ঘটনার পরে কুন্তল ঘোষ নিজেই বলেছিলেন, তাঁকে কোনও এজেন্সি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার দন্য চাপ দেয়নি ৷ সেক্ষেত্রে আচমকা তিনি কেন এই বিতর্কিত চিঠি লিখতে গেলেন? তা জানার জন্য এর আগে সংশ্লিষ্ট সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীকে তলব করেছিল সিবিআই। এছাড়া সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিজাম প্যালেসে তলব করে প্রায় সাড়ে ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। আর এবার সংশোধনাগারের চিকিৎসককে ডেকে পাঠানো হল।