কলকাতা, 11 সেপ্টেম্বর : নারদকাণ্ডে CBI-র তলবে আজ হাজিরা দিলেন না শুভেন্দু অধিকারী । কাল ফের তাঁকে নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । পাশাপাশি, আগামীকাল ডাকা হয়েছে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকেও ।
কাল ফের শুভেন্দুকে তলব CBI-র, ডাকা হল কাকলিকেও - নারদকাণ্ড
নারদকাণ্ডে শুভেন্দু অধিকারী ও কাকলি ঘোষদস্তিদারকে ফের তলব করল CBI । কাল নিজাম প্যালেসে ডাকা হয়েছে তাঁদের ।
তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর পাশাপাশি নারদাকাণ্ডে নাম জড়ায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর । প্রথমে দু'বার তলব করা হলেও যাননি তিনি । পরে অবশ্য তদন্তকারীদের মুখোমুখি হন শুভেন্দু । এরপর CBI-র তদন্তকারী অফিসাররা তাঁর হলদিয়ার তৎকালীন অফিসে তল্লাশি চালায় । এদিকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারকে আগে তলব করলেও তখন আসেননি তিনি । এরপর তাঁর মধ্যমগ্রামের বাড়িতে যায় CBI আধিকারিকরা । তাঁকে দফায় দফায় জেরাও করা হয় । বয়ানও রেকর্ড করা হয় ।
এদিকে আজ CBI দপ্তরে হাজিরা দেন BJP নেতা শোভন চট্টোপাধ্যায় ৷ কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান তিনি ৷ বেরোনোর সময় বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি ৷ শোভনের পাশাপাশি আজ CBI দপ্তরে হাজিরা দেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারও ৷