কলকাতা, 27 সেপ্টেম্বর : আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়ার পর এবার মদন মিত্রকে তলব করল সিবিআই ৷ সেইসঙ্গে তাঁর ছেলে স্বরূপ মিত্রকে নোটিশ পাঠিয়েছে সিবিআই । সূত্রের খবর, মদন মিত্রকে আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । অন্যদিকে, ছেলেকে আগামীকাল হাজিরা দেওয়া নির্দেশ দিয়েছে সিবিআই ৷
সিবিআই সূত্রের খবর, আইকোর মামলার তদন্তে নেমে একাধিক নথিপত্র এবং বিভিন্ন ভিডিয়ো ফুটেজ দেখে তারা একপ্রকার নিশ্চিত যে আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতির সঙ্গে মদন মিত্র এবং তাঁর ছেলে স্বরূপ মিত্রের যোগ রয়েছে । তাহলে কি তাঁরা কোনওভাবে আর্থিক লাভবান হয়েছিলেন ? আর কী কী সুবিধা নিয়েছিলেন মদন মিত্র এবং তাঁর ছেলে স্বরূপ মিত্র ? এ সমস্ত কিছু জানার জন্যই আজ সিজিও কমপ্লেক্সে তাঁদের তলব করেছে সিবিআই । এক্ষেত্রে মদন মিত্র এবং তাঁর ছেলে সড়ক মিত্রের বয়ান রেকর্ড করা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা ।