পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিবিআই দফতরে হাজিরা দিলেন বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাও - কোটেশ্বর রাও

আজ নির্ধারিত সময়ের বেশ কিছুটা পর সিবিআই দফতরে পৌঁছন কোটেশ্বর ৷ বিভিন্ন সময় তল্লাশির সময় তাঁর নাম পাওয়া গেছে ৷ সেকারণে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷

CBI
সিবিআই

By

Published : Apr 13, 2021, 3:45 PM IST

Updated : Apr 13, 2021, 5:09 PM IST

কলকাতা, 13 এপ্রিল : নির্দেশ পেয়ে অবশেষে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও। আজ নির্ধারিত সময়ের কিছুটা পরে নিজাম প্য়ালেসে আসেন তিনি।

কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে কোটেশ্বর রাওয়ের নাম উঠে আসে ৷ সিবিআই সূত্রে খবর , কয়লা পাচারের সঙ্গে কোটেশ্বরের যোগ পাওয়া গিয়েছে ৷ বিভিন্ন জায়গায় তল্লাশির সময় একাধিক নথিতে তাঁর নাম পাওয়া গেছে ৷ এরপরেই সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাঁকে ডেকে পাঠানো হয় ৷

আরও পড়ুন-লকডাউন আতঙ্কে ট্রেন, বাসে ভিড় বাড়ছে পরিযায়ী শ্রমিকদের

একাধিক সময়ে জাতীয় সড়ক হয়ে অবৈধভাবে কয়লা পাচার হত বিভিন্ন জায়গায় ৷ সেই বিষয়ে বাঁকুড়া জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাও কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন অথবা আদৌ কোনও পদক্ষেপ করেছিলেন কিনা সেই সব কিছু সিবিআই আধিকারিকরা কোটেশ্বর রাও-এর কাছ থেকে জানতে চাইবেন। পাশাপাশি অশোক মিশ্রর গতিবিধির উপর কোনও সন্দেহ হয়েছিল কিনা সেবিষয়েও জানতে চাওয়া হবে বলে জানা গিয়েছে ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগেই জানিয়েছিল, কয়লাকাণ্ডের শিকড় অনেক গভীরে ৷ সেক্ষেত্রে তদন্ত করে জট খোলার চেষ্টা করা হচ্ছে ৷ জেরা করা হচ্ছে অনেক প্রভাবশালী নেতা-নেত্রীদের ৷ সেবিষয়ে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে খবর ৷ তার ভিত্তিতেই জেরা চলছে ৷

Last Updated : Apr 13, 2021, 5:09 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details