কলকাতা, 5 সেপ্টেম্বর: দাপুটে কেষ্টর সম্পত্তি দিনে দিনে বাড়ল কীভাবে ? শুধু তাই নয়, সম্পদ বাড়ার গতি প্রায় উল্কার মতোই ৷ বিশেষ করে 2014 সালের পর থেকে অনুব্রত মণ্ডলের সম্পদ বিপুল আকার ধারণ করার নেপথ্যের রহস্য কী, তা জানতে এবার ব্যাংক আধিকারিকদের ডাকল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই বিষয়ে বোলপুর ও সিউড়ির চারটি ব্যাংক আধিকারিককে সমন পাঠিয়েছে সিবিআই । জানা গিয়েছে, আজই দুপুর 2টোর মধ্যে নিজাম প্যালেসে এসে তাঁদের হাজিরা দিতে হবে (CBI summons Bolpur and Suri 4 Bank Officials over Anubrata Mondal huge property) ।
নিজাম প্যালে সূত্রে খবর, এই চার আধিকারিকের বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা । অনুব্রতর এবং তার ঘনিষ্ঠদের সম্পত্তি বাড়ারর নেপথ্যে এই চারটি ব্যাংকের আধিকারিকদের কোনও ভূমিকা থাকলেও থাকতে পারে বলে মনে করছেন সিবিআই আধিকারিকেরা ।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল-সহ তাঁর ঘনিষ্ঠ মোট 10 জনের একটি তালিকা তৈরি করেছে সিবিআই । এবার সেই তালিকা ধরে ওই 4 ব্যাংক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তৃণমূল জেলা সভাপতি অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির হিসেব সমেত একাধিক নথিপত্র নিয়ে সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে আধিকারিকদের ।