পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারদকাণ্ডে শোভনকে তলব CBI-এর - BJP নেতা শোভন চট্টোপাধ্যায়

নারদাকাণ্ডে শোভন চট্টোপাধ্যায়কে তলব করল CBI ৷

শোভন

By

Published : Aug 28, 2019, 8:59 PM IST

কলকাতা, 28 অগাস্ট : নারদকাণ্ডে BJP নেতা শোভন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠাল CBI ৷ শনিবার (31 অগাস্ট) তাঁকে সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে । পাশাপাশি, একই কাণ্ডে আজ মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর ৷

চলতি বছরের জুনে কলকাতায় এসেছিলেন তৎকালীন CBI অধিকর্তা নাগেশ্বর রাও ৷ এরপরই নারদ তদন্তে গতি আসে ৷ তদন্তের জাল দ্রুত গুটিয়ে আনতে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সম্প্রতি IPS অফিসার এস এম এইচ মির্জা ও ম্যাথু স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা । আরও কয়েকজনকে CBI জিজ্ঞাসাবাদ করতে চাইছে বলে সূত্রের খবর ৷ এরপরই আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার ও শোভনকে ডেকে পাঠানো হয়েছে ৷

কলকাতার এক CBI আধিকারিক জানান, শোভন ও অপরূপাকে কণ্ঠস্বরের স্যাম্পেল জমা দিতে বলা হয়েছে ৷ তবে, সে কারণেই শোভনকে ডাকা হয়েছে কি না তা খোলসা করেননি CBI-র যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব ৷ একটি সংবাদসংস্থাকে তিনি বলেন, "নারদ কাণ্ডে অভিযুক্তদের কণ্ঠস্বরের স্যাম্পেল সংগ্রহের নির্দেশ দিয়েছিল ৷ সেজন্যই হয়তো তাঁদের ডাকা হয়েছে ৷ যাদের কণ্ঠস্বরের স্যাম্পেল এখনও সংগ্রহ করা বাকি আছে, তাঁদের ডাকা হবে ৷"

CBI-র দাবি, কলকাতা পৌরনিগমের মধ্যে ম্যাথুর কাছ থেকে টাকা নিয়েছিলেন শোভন । সেই সময় ঘরে ছিলেন তৎকালীন ডেপুটি মেয়র ইকবাল আহমেদ, মেয়রের এক নিরাপত্তারক্ষী এবং পৌরনিগমের এক আধিকারিক । ইতিমধ্যে 2017 সালের সেপ্টেম্বরে শোভনকে জিজ্ঞাসাবাদ করেছে CBI ৷ তখন শোভন দাবি করেছিলেন, স্যামুয়েলকে ঠিকমতো চিনতে পারছেন না তিনি ৷ যদিও ম্যাথুর দাবি, তাঁর থেকে টাকা নিয়েছিলেন শোভন ৷ সেজন্য সম্প্রতি কলকাতা পৌরনিগমের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা ৷ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন শোভনের দেহরক্ষীরাও ৷

ABOUT THE AUTHOR

...view details