কলকাতা, 15 মে: অনুপ মাজি ওরফে লালাকে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব করল সিবিআই ৷ আগামী বুধবার তাঁকে ডাকা হয়েছে ৷ আনতে বলা হয়েছে একাধিক নথিপত্র । এর আগে গত শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ৷ সূত্রের খবর, এবার পলাতক বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রের বয়ান নিয়েই পালটা লালাকে প্রশ্ন করতে চায় সিবিআই ৷
আগেরদিন লালাকে জিজ্ঞাসাবাদ করার পরই সিবিআই আধিকারিকরা ইসিএলের এক কর্তা ও সিআইএসএফের একজন ইন্সপেক্টরকে গ্রেফতার করেন । অভিযোগ, এই ইসিএল কর্তা ও সিআইএসএফের ইন্সপেক্টর টাকার বিনিময় কয়লা পাচারে সাহায্য করতেন । প্রোটেকশন মানি হিসেবে তাঁরা ওই টাকা নিতেন ।
সিবিআইয়ের অনুমান, অনুপ মাজি ও অন্যান্য কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে শুধুমাত্র সিআইএসএফ বা ইসিএলের কর্তারা নন, বরং প্রোটেকশন মানি অনেকেই নিতেন । তাই আর কারা কারা এই ধরনের প্রোটেকশন মানি নিতেন, তা জানা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা ৷ বুধবার সেই প্রসঙ্গেও অনুপ মাজিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর ৷