কলকাতা, 6 সেপ্টেম্বর : ফের বদল করা হচ্ছে রোজ়ভ্যালি মামলার তদন্তকারী অফিসার ৷ সূত্রের খবর, চোজম শেরপাকের বদলে এই মামলার দায়িত্বভার তুলে দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সুরেন্দর মল্লিকের হাতে ৷ তাঁর সঙ্গে আসছেন দু'জন DSP পদমর্যাদার অফিসার । এরপর থেকে এই দলই মূলত রোজ়ভ্যালি মামলার তদন্ত চালাবে ।
ফের রোজ়ভ্যালি মামলার তদন্তকারী অফিসার বদল - CBI should change the investigating officer of rose valley case
প্রথমে এই মামলার তদন্ত করছিলেন ব্রতীন ঘোষাল । তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেপ্তার করেছিলেন । গ্রেপ্তারের পর পরই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ওঠে । তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা । সূত্রের খবর, সেই কারণে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় চোজম শেরপাকে । অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পর এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি ৷ তাই এবার তাঁকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হবে সুরেন্দর মল্লিককে ৷
প্রথমে এই মামলার তদন্ত করছিলেন ব্রতীন ঘোষাল । তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে গ্রেপ্তার করেছিলেন । গ্রেপ্তারের পর পরই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ওঠে । তার সঙ্গে যোগ হয় শারীরিক অসুস্থতা । সূত্রের খবর, সেই কারণে তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় চোজম শেরপাকে । গত বছর অক্টোবর মাসে দায়িত্ব নেন চোজম ৷
অভিযোগ, শেরপা দায়িত্ব নেওয়ার পর এই মামলার উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেনি ৷ তাই এবার তাঁকে সরিয়ে এই দায়িত্ব দেওয়া হবে সুরেন্দর মল্লিককে ৷ প্রভাবশালীরা বাইরে ঘুরে বেরাচ্ছেন এই অভিযোগ তুলে সম্প্রতি CBI-এর কাছে চিঠি দেন রোজ়ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু ৷ তাঁর অভিযোগের প্রেক্ষিতেই কী শেরপাকে সরানো হল উঠছে সেই প্রশ্ন?