কলকাতা, 26 সেপ্টেম্বর : প্রথম চিঠিতে রাজীব কুমার জানিয়েছিলেন 25 সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে আছেন তিনি । নবান্নের তরফেও জানানো হয়েছিল একই কথা । CBI সূত্রে খবর, পরে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার জানিয়েছিলেন তিনি ছুটিতে আছেন 30 সেপ্টেম্বর পর্যন্ত । যদিও সরকারিভাবে নবান্ন শেষবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছিল, রাজীব কুমার ছুটিতে আছেন 25 সেপ্টেম্বর পর্যন্ত । সেই সময়সীমা শেষ হতেই ফের নবান্নে চিঠি পাঠাল CBI । জানতে চাওয়া হল, কোথায় আছেন রাজীব?
আজ 13 দিন । খোঁজ নেই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের । এই ক'দিন হন্যে হয়ে তাঁকে খুঁজছে CBI । কলকাতা, কলকাতা ছেড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি । কিন্তু তাঁর এখনও কোনও খোঁজ মেলেনি । এরই মাঝে CBI-এর তরফে নবান্নে দেওয়া হয় চিঠি । রাজ্য পুলিশের DG, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । প্রথম দিনে CBI অফিসাররা চারটে চিঠি নিয়ে নবান্নে যান । তার মধ্যে দু'টি DGP-র জন্য । অন্য দু'টি চিঠি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের জন্য । প্রাথমিকভাবে অবশ্য নবান্নের তরফে ছুটির দিনে ওই চিঠি নিতে অস্বীকার করা হয় । পরে বিষয়টি জরুরি বলে আবেদন করায়, DG-র চিঠিগুলো নেন সংশ্লিষ্ট আধিকারিক । কিন্তু স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের চিঠি নবান্ন গ্রহণ করেনি । পরেরদিন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের তরফে গ্রহণ করা হয় চিঠি । সেই চিঠির উত্তর দেওয়া হয় নবান্নের তরফে ।