কলকাতা, 16 অক্টোবর : রোজ়ভ্যালি কাণ্ডে প্রয়োজনীয় নথি চেয়ে এবার মুখ্যসচিবকে চিঠি দিল CBI । অর্থ দপ্তরকেও এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর ।
রোজ়ভ্যালির নথি চেয়ে নবান্নে নোটিশ CBI-এর
মুখ্যসচিব ও অর্থদপ্তরকে নোটিশ পাঠালো CBI । চাওয়া হয়েছে রোজ়ভ্যালির জমি সংক্রান্ত নথি ।
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের রক্ষাকবচ উঠে যাওয়ার পরেই প্রশাসনের সদর দপ্তরে যাতায়াত শুরু করেছিল CBI । সেই সময় CBI-এর তরফে পরপর চিঠি দেওয়া হয়েছিল নবান্নে । CBI সূত্রের খবর, এবার রোজ়ভ্যালি কাণ্ডে রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে । পাশাপাশি সার্বিকভাবে এই বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়েও চলছে তদন্ত । সেই সূত্রেই নবান্নে নোটিশ পাঠিয়েছে CBI ।
CBI দুটি চিঠির একটি পাঠিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে । আর একটি চিঠি পাঠানো হয়েছে অর্থ দপ্তরে । অর্থ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটিকে এই চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর । ডাকা হয়েছে অর্থ দপ্তরের ওই কর্তাকেও । আগামী 18 অক্টোবর CGO কমপ্লেক্সে তাঁকে হাজিরার কথা বলা হয়েছে । রোজ়ভ্যালির জমি সংক্রান্ত নথিও চেয়েছে CBI । তবে এই চিঠি নিয়ে এখনও মুখ খোলেনি রাজ্য প্রশাসন ।