কলকাতা ও নদিয়া, 9 অক্টোবর: পৌর-দুর্নীতি কাণ্ডে এবার নাম জড়াল বিজেপি বিধায়কের। নিজাম প্যালেস সূত্রের খবর, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের যোগ পেয়েছেন গোয়েন্দারা। আর সেই মতোই আজ ভোর পাঁচটা নাগাদ সিবিআইয়ের ছ'টি দল নিজাম প্যালেস থেকে বেরিয়ে ছ'জায়গায় যায় ৷ আজ মোট ছ'জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে একটি রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়ি। পাশাপাশি সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অপর একটি দল যায় হাওড়ার গ্রামীণ উলুবেড়িয়া অঞ্চলে।
ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মীরা হালদারের বাড়িতেও গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তল্লাশি চলছে ডায়মন্ড হারবার পৌরসভােতেও ৷ এদিকে, উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও সিবিআই পৌঁছেছে। এদিন সকাল আটটা নাগাদ রানাঘাটের উত্তর-পশ্চিম বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা।
তারপর সিবিআইয়ের গোয়েন্দারা ধীরে ধীরে পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সিবিআইয়ের আধিকারিকরা পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন। সিবিআই সূত্রের খবর, মূলত পৌরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে একাধিক তথ্য প্রমাণ এবং কাগজপত্র সংগ্রহ করে সিবিআইয়ের গোয়েন্দারা বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের নাম পেয়েছেন। ফলে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় একইভাবে পার্থসারথি চট্টোপাধ্যায়ের নাম এল? এছাড়াও পার্থসারথি চট্টোপাধ্যায় কীভাবে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন তা জানার জন্যই আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।