পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Raids BJP MLA's House: পৌর-দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই, চলছে তল্লাশি

এই প্রথম কোনও বিজেপি বিধায়কের বাড়িতে হানা দিল সিবিআই ৷ সোমবার সকালে নিজেম প্যালেস থেকে সিবিআইয়ের একটি দল রানাঘাটের উত্তর-পশ্চিম বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় ৷ দীর্ঘ সময় ধরে চলছে তল্লাশি আভিযান ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 9, 2023, 11:06 AM IST

Updated : Oct 9, 2023, 11:45 AM IST

কলকাতা ও নদিয়া, 9 অক্টোবর: পৌর-দুর্নীতি কাণ্ডে এবার নাম জড়াল বিজেপি বিধায়কের। নিজাম প্যালেস সূত্রের খবর, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের যোগ পেয়েছেন গোয়েন্দারা। আর সেই মতোই আজ ভোর পাঁচটা নাগাদ সিবিআইয়ের ছ'টি দল নিজাম প্যালেস থেকে বেরিয়ে ছ'জায়গায় যায় ৷ আজ মোট ছ'জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে। তার মধ্যে একটি রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়ি। পাশাপাশি সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অপর একটি দল যায় হাওড়ার গ্রামীণ উলুবেড়িয়া অঞ্চলে।

ডায়মন্ড হারবার পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মীরা হালদারের বাড়িতেও গিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তল্লাশি চলছে ডায়মন্ড হারবার পৌরসভােতেও ৷ এদিকে, উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকারের বাড়িতেও সিবিআই পৌঁছেছে। এদিন সকাল আটটা নাগাদ রানাঘাটের উত্তর-পশ্চিম বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এরপর তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের গোয়েন্দারা।

তারপর সিবিআইয়ের গোয়েন্দারা ধীরে ধীরে পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সিবিআইয়ের আধিকারিকরা পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন। সিবিআই সূত্রের খবর, মূলত পৌরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে নেমে একাধিক তথ্য প্রমাণ এবং কাগজপত্র সংগ্রহ করে সিবিআইয়ের গোয়েন্দারা বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের নাম পেয়েছেন। ফলে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় একইভাবে পার্থসারথি চট্টোপাধ্যায়ের নাম এল? এছাড়াও পার্থসারথি চট্টোপাধ্যায় কীভাবে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন তা জানার জন্যই আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সিবিআই আধিকারিকরা বাড়ির ভিতরে প্রবেশ করলেও এখনও পর্যন্ত পার্থবাবুর সঙ্গে তাঁদের কথা হয়নি। গতকাল পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গোটা রাজ্যজুড়ে মোট 12টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের গোয়েন্দারা। তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি এবং ভবানীপুরে এবং দক্ষিণেশ্বরে প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাড়ি। কলকাতার মেয়রের বাড়িতে প্রায় ন'ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়। এরপর সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি।

আর সেই ঘটনার রেশ কাটতে না-কাটতেই আজ সকাল থেকে ফের তৎপর সিবিআই। সূত্রের খবর, রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকে প্রত্যেকের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে নিয়েছেন তদন্তকারীরা। এমনকী পার্থসারথি চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাঁদেরকেও বাইরে রাখা হয়েছ। সদর দরজায় তালা দিয়ে দেওয়া হয়েছে। বাড়ির ভিতরে কোনও বহিরাগতকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন:গুরুত্ব বাড়ছে দলে ! সিবিআই তল্লাশি থেকে ছাড়া পেয়ে সোজা ধরনা মঞ্চে মদন

Last Updated : Oct 9, 2023, 11:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details