কলকাতা, 26 ফেব্রুয়ারি : বিনয় মিশ্রর টাকা কোন কোন ব্য়বসায়ী পেয়েছিল তা জানতে ইতিমধ্য়ে তদন্ত শুরু করেছে সিবিআই। সূত্রের খবর তার একটা আন্দাজ করতে পেরেছেন গোয়েন্দা আদিকারিকরা। এবার সেই সূত্র ধরে কলকাতার এক ব্য়বসায়ীর বাড়িতে হানা দিল সিবিআই।
আজ সকালে কলকাতার ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতে ও অফিসে তল্লাশি করেন সিবিআই আধিকারিকরা। তাঁর বাড়ি কলকাতার বাঁশদ্রোণী এলাকায়। সেই এলাকাতেই একটি অফিসে রয়েছে তাঁর । সিবিআই গোয়েন্দারা অনুমান করছেন কয়লা কাণ্ডের একাধিকবার টাকা নেন রণধীর। সেই টাকা বিভিন্ন ভাবে বাজারে খাটিয়ে লাভবানও হয়েছেন।