কলকাতা, 10 অক্টোবর:রবির সকালে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা ৷ বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রথমেই চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি ঘিরে ফেলেন। এরপরই মন্ত্রীর বাড়িতে প্রবেশ করে সিবিআইয়ের দল। সূত্রের খবর, পৌরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডেই এই হানা ৷ এরপরই জানা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷ সিবিআইয়ের অপর একটি দল ভবানীপুরে মদন মিত্রের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছয়।
সিবিআই সূত্রে খবর, পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে মদন মিত্রের বাড়িতেও সিবিআই হানা দিয়েছ। এদিন ভবানীপুর থানার পুলিশ বিধায়ক মদন মিত্রের বাড়ির সামনে চলে যায় ৷ অন্যদিকে, ফিরহাদের বাড়ি ঘিরে ফেলার পর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফিরহাদের বাড়ির সামনে জমায়েত করেছেন তাঁর অনুগামীরা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তাঁরা। খবর পাওয়া যাচ্ছে ফিরহাদ বাড়িতেই রয়েছেন ৷
এদিন মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানার খবর চাউর হতেই এলাকার লোকজন চেতলার মেনরোড অবরোধ করেন। সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে কালীঘাট থানা এবং চেতলা থানার বিশাল সংখ্যক পুলিশ। সূত্রের খবর, এই মুহূর্তে পৌরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফিরহাদের সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।